thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

শততম টেস্ট স্মরণীয় করার লক্ষ্য মিরাজের

২০১৭ ফেব্রুয়ারি ২৭ ২০:৩৩:১৪
শততম টেস্ট স্মরণীয় করার লক্ষ্য মিরাজের

দ্য রিপোর্ট ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ খেলতে সোমবার (২৭ ফেব্রুয়ারি) দেশ ছেড়েছে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। এই দলের অন্যতম সদস্য তরুণ স্পিনার মেহদি হাসান মিরাজ। দুই ম্যাচের টেস্ট সিরিজে সফরকারীদের স্পিন ডিপার্টমেন্টের অন্যতম এই সদস্যের লক্ষ্য শততম টেস্টে দারুণ কিছু করে দেখানো। যাতে করে তাঁকে মনে রাখতে পারেন সবাই। বিমানবন্দর ছাড়ার আগে গণমাধ্যমকে এমনটিই জানিয়েছেন মিরাজ।

প্রসঙ্গত, ৭ মার্চ দুই দেশের মধ্যে প্রথম টেস্ট শুরু হলেও আগামী ১৫ মার্চ শততম টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ। সুযোগ পেলে এই টেস্টেই দারুণ কিছু করে দেখাতে চান মিরাজ।এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চেষ্টা করবো ম্যাচটি স্মরণীয় করে রাখতে। শততম ম্যাচটি খেলার সৌভাগ্য হলে ভালো খেলতে চেষ্টা করবো।’

অবশ্য স্বাগতিকদের অভিজ্ঞতা আর তাদের নিজেদের মাঠে ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় বেশ সতর্ক মিরাজ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ওরা অনেক অভিজ্ঞ দল। রঙ্গনা হেরাথসহ আরো বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় ওদের দলে রয়েছেন। তাদের মাটিতে খেলা, তাই সব দিক থেকেই ওরা এগিয়ে থাকবে।’

তবে, নিজেদের দল নিয়ে আত্মবিশ্বাসের কোন ঘাটতি নেই অনুর্ধ-১৯ দলের সাবেক এই অধিনায়কের। মিরাজ বলেন, ‘আমাদের দলেও বিশ্বমানের ক্রিকেটার রয়েছেন। বিশেষ করে সিনিয়ররা অসাধারণ খেলছেন। জুনিয়ররাও দলের জন্য অবদান রাখছে। চেষ্টা থাকবে নিজের সর্বোচ্চটা দেয়ার। আমার পারফরমেন্সে দল জিতলে সেটা অনেক ভালো লাগার হবে। সেটাই চেষ্টা করবো।’

(দ্য রিপোর্ট/এজে/ফেব্রুয়ারি ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর