thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

এশিয়া-ইউরোপ চাঙ্গা হলেও দর পতনে আমেরিকার পুঁজিবাজার

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১১:০০:১৯
এশিয়া-ইউরোপ চাঙ্গা হলেও দর পতনে আমেরিকার পুঁজিবাজার

দ্য রিপোর্ট প্রতিবেদক : এশিয়া ও ইউরোপের পুঁজিবাজারে চাঙ্গাভাব লক্ষ্য করা গেলেও দর পতনে রয়েছে আমেরিকার পুঁজিবাজার। শুক্রবার দিনশেষে এশিয়া ও ইউরোপের অধিকাংশ মূল্য সূচক বাড়লেও আমেরিকায় উল্টো চিত্র লক্ষ্য করা গেছে।

শুক্রবার দিনশেষে দ্য এশিয়া দাউ ইনডেক্স ৩৪.২৩ পয়েন্ট বা ১.১৭ শতাংশ বেড়ে অবস্থান করছে ২৯৬১ পয়েন্টে। জাপানের নিক্কেই ২২৫ মূল্য সূচক ৪১৬.৪৯ পয়েন্ট বা ২.৮৮ শতাংশ বেড়ে অবস্থান করছে ১৪৮৬৫ পয়েন্টে, চীনের হ্যাংসেং মূল্য সূচক ১৭৪.১৬ পয়েন্ট বা ০.৭৮ শতাংশ বেড়ে অবস্থান করছে ২২৫৬৮ পয়েন্টে। তবে কমেছে সাংহাই সূচক। শুক্রবার দিনশেষে এ সূচক ২৫.০৯ পয়েন্ট বা ১.১৭ শতাংশ কমে অবস্থান করছে ২১১৩ পয়েন্ট।

ভারতের সেনসেক্স সূচক শুক্রবার দিনশেষে ১৬৪.১১ পয়েন্ট বা ০.৮০ শতাংশ বেড়ে অবস্থান করছে ২০৭০০ পয়েন্টে এবং সিঙ্গাপুরের সিঙ্গাপুর সূচক ১৩.২৯ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ বেড়ে অবস্থান করছে ৩০৯৯ পয়েন্টে।

লন্ডনের এফটিএসই ১০০ সূচক ২৫.০৭ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ বেড়ে অবস্থান করছে ৬৮৩৮ পয়েন্টে, জার্মানীর ড্যাক্স ইনডেক্স ৩৮.১০ পয়েন্ট বা ০.৪০ শতাংশ বেড়ে অবস্থান করছে ৯৬৫৬ পয়েন্টে, ফ্রান্সের ক্যাক-৪০ ইনডেক্স ২৫.৫৭ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ বেড়ে অবস্থান করছে ৪৩৮১ পয়েন্টে, ইতালীর এফটিএসই এমআইবি ৬০.৩৮ পয়েন্ট বা ০.৩০ শতাংশ কমে অবস্থান করছে ২০৩৯১ পয়েন্টে, স্পেনের আইবিইএক্স সূচক ৮.৮০ পয়েন্ট ০.০৯ শতাংশ বেড়ে অবস্থান করছে ১০০৭১ পয়েন্টে।

অপরদিকে, আমেরিকার ডাউজোনস ২৯.৯৩ পয়েন্ট বা ০.১৯, শতাংশ কমে অবস্থান করছে ১৬১০৩ পয়েন্টে, নাসডাক ৪.১৩ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে ৪২৬৩ পয়েন্টে, এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৩.৫৩ পয়েন্ট বা ০.১৯ শতাংশ কমে ১৮৩৬ পয়েন্টে অবস্থান করছে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/আরকে/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর