thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

বিএনপির মাথায় পাকিস্তানের ভূত : আসাদুজ্জামান নূর

২০১৭ মার্চ ০২ ২১:৫৭:৩৭
বিএনপির মাথায় পাকিস্তানের ভূত : আসাদুজ্জামান নূর

নীলফামারী প্রতিনিধি : বিএনপি জোটের মাথায় এখনও পাকিস্তানের ভূত রয়েছে উল্লেখ করে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোট আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। তারা দেশের উন্নয়ন চায় না, তারা দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।’

জেলার ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেন-বঙ্গবন্ধু দেশ রেখে গেছেন, আর দেশকে সোনার বাংলায় পরিণত করার কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদের সভাপতিত্বে দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান ও ডোমার উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া।

এ সময় মন্ত্রী আরও বলেছেন, ‘সারাদেশে একযোগে উন্নয়ন করা হচ্ছে। আমরা যখন নীলফামারীতে ইপিজেড তৈরি করি তখন একটি কোম্পানি কাজ করেছিল। বিএনপি ক্ষমতায় এসে সেটা বন্ধ করে দিতে চেয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইপিজেডটিতে ব্যাপক উন্নয়ন হয়েছে। সেখানে ২৬ হাজার লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।’

বিএনপি-জামায়াত জোট দেশে জঙ্গি তৈরি করছে অভিযোগ করে আসাদুজ্জামার নূর আরও বলেন, ‘বিএনপি-জামায়াত জোট দেশে জঙ্গী তৈরি করছে, আর জঙ্গীরা মানুষকে হত্যা করছে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার বিকল্প নেই। তাই শেখ হাসিনার নেতৃত্বেই সকলকে এক হয়ে দেশের জন্য কাজ করে যেতে হবে।’

এদিকে এ উন্নয়ন প্রকল্প সম্পর্কে দ্য রিপোর্টকে ডোমার উপজেলা প্রকৌশলী শাহ ওবায়দুর রহমান জানিয়েছেন, বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮৬ লাখ ৬৪ হাজার ৯২১ টাকা। জি ও বি এর অর্থায়নে এটি বাস্তবায়ন করছে এলজিইডি। আগামী ১১ জুলাই নির্মাণ কাজ শেষ হবে বলেও জানিয়েছেন তিনি।

(দ্য রিপোর্ট/এজে/এপি/এনআই/মার্চ ০২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর