thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

‘নারীরা যোগ্যতার মাধ্যমে সমঅধিকার প্রতিষ্ঠা করেছে’

২০১৭ মার্চ ০৭ ১৯:৩৫:৫৯
‘নারীরা যোগ্যতার মাধ্যমে সমঅধিকার প্রতিষ্ঠা করেছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, সাহস, যোগ্যতা, আত্মসম্মানবোধ ও সুশিক্ষার মাধ্যমে নারী তার নিজের সমঅধিকার প্রতিষ্ঠা করছে। এ সময়ে বৈশ্বিক রাজনীতি, শিক্ষায়, সাহসিকতা, দূরদর্শিতা আর যোগ্যতায় নারীরা পুরুষের চেয়ে কোনো অংশেই কম নয়। বাংলাদেশের প্রতিটি সামাজিক সূচকে বিস্ময়কর সাফল্যের পেছনে নারীর বিরাট ভূমিকা রয়েছে। সামাজিক সাংস্কৃতিক-মনস্তাত্ত্বিক বৈষম্য ও নিরাপত্তাহীনতা সত্ত্বেও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বানীতে তিনি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষ্যে পৃথিবীর সকল নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জানান তিনি।

বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদানের কথা স্মরণ করে তিনি আরও বলেন, বাংলাদেশে সংবিধান অনুযায়ী প্রথম থেকেই সব ধরনের কাজে নারীদের অংশগ্রহণ, এমনকি সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। জাতীয় সংসদের অধিকসংখ্যক নারীদের উপস্থিতির মাধ্যমে দেখা যাচ্ছে নারীর প্রতি বৈষম্য কমতে শুরু করেছে। তবে তা এখনও সন্তোষজনক পর্যায়ে পৌঁছাতে পারেনি।

বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন নারী পুরুষের সম-অংশীদারিত্বের মাধ্যমেই দেশের অগ্রগতি ও উন্নতি নিশ্চিত করা সম্ভব।

(দ্য রিপোর্ট/কেএ/এপি/মার্চ ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর