thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

প্রচারের অপেক্ষায় ‘শেষ চাল’

২০১৭ মার্চ ০৯ ১৫:২৫:৪৬
প্রচারের অপেক্ষায় ‘শেষ চাল’

দ্য রিপোর্ট প্রতিবেদক : মায়ের হাত ধরে নতুন বাবার সংসারে এসেছে আদনান। কয়েক মাস পরে মায়ের মৃত্যু হয়। শুরু হয় নতুন বাবার সাথে সম্পর্কে টানাপোড়েন। সৎ বাবার সঙ্গ ছাড়া বড় হতে থাকে থাকে আদনান। একদিন তামান্নার সাথে বন্ধুত্ব। আদনান তামান্নাকে লেলিয়ে দেয় সৎ বাবার পিছে। বাবার ধনসম্পত্তির লোভে অন্ধ হয়ে যায় আদনান।

সৎ বাবাকে শত্রু ভেবে গভীর ষড়যন্ত্রে এগিয়ে চলে আদনান ও তামান্না। তেমনি একটি পরিবারের পাওয়া না পাওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘শেষ চাল’। নাটকটিতে বাবার চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম।

এ ছাড়া ছেলে আদনান চরিত্রে রয়েছেন সজল, প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন তাইয়্যাবা তাহসীন। নাটকটি লিখেছেনও তাইয়্যাবা তাহসীন। শুটিং হয়েছে কালীগঞ্জ, গাজীপুরের বিভিন্ন জায়গায়।

পরিচালক সালমান শাহরিয়ার জানান, নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে। শীঘ্রই কোন একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে এটি।

(দ্য রিপোর্ট/পিএস/মার্চ ৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর