thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

আমরা দানবের সমাজ চাই না : সংস্কৃতিমন্ত্রী

২০১৭ মার্চ ১১ ১৯:৪০:৫১
আমরা দানবের সমাজ চাই না : সংস্কৃতিমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, ‘আমরা দানবের সমাজ নই, মানবের সমাজ আমরা। আগে মনে করা হতো মাদ্রাসা ছাত্ররা জঙ্গি সংগঠনের সাথে জড়িত থাকত কিন্তু ইংলিশ মিডিয়ামের ৫ জন ছাত্র গুলশান হামলায় জড়িত থেকে ২০ জনকে হত্যা করেছে। এরা মানুষ নয়, এরা মুসলমান নয়, এরা কোন ধর্মের নয়, এরা দানব। আর আমরা দানবের সমাজ চাই না, আমরা মানব সমাজ চাই।’

মুন্সীগঞ্জের শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের সুবর্ণজয়ন্তীতে শনিবার (১১ মার্চ) এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। অভিভাবকদের উচিত বাংলা ভাষাকে বেশি প্রাধান্য দিয়ে সন্তানদের এগিয়ে নিয়ে যাওয়া। এক্ষেত্রে শিক্ষকদের সাথে অভিভাবকদের মেলবন্ধন দৃঢ় করতে হবে।’

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শফিকুল ইসলাম লষ্করের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমাররঞ্জন ঘোষ, অতিথি ছিলেন পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ের সচিব বেগম আকতারী মমতাজ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আসাদুল ইসলাম, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, প্রাক্তন ছাত্র ও ইসলামী ব্যাংকের পরিচালক জয়নাল আবেদীন, প্রাক্তন ছাত্র মহিউদ্দিন খান মোহন প্রমুখ।

দিনব্যাপি এই অনুষ্ঠানের প্রথমপর্ব সকাল ১১টার দিকে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুরু হয়। বিকেলে দ্বিতীয় পর্বে র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রাক্তন ছাত্রদের এই মিলনমেলায় আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/মার্চ ১১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর