thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ইনজুরিতে ছিটকে গেলেন লিটন দাস

২০১৭ মার্চ ১৫ ০১:১৯:৪৪
ইনজুরিতে ছিটকে গেলেন লিটন দাস

দ্য রিপোর্ট প্রতিবেদক : শ্রীলঙ্কার মাটিতে শততম টেস্টে মাঠে নামার আগেই ইনজুরিতে ছিটকে গেছেন গলে মুশফিকের বদলি উইকেটের পিছনে দায়িত্ব পালন করা লিটন কুমার দাস। অনুশীলন চলাকালে নেটে ব্যাটিংয়ের সময় পাঁজরে বলের আঘাত পেয়েছেন তিনি। মঙ্গলবার(১৪ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সঙ্গে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্যে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি অফফর্মে চলে যাওয়া টাইগারেদের সিনিয়র অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ যে বাদ পড়ছেন এই টেস্টে, তা আগেই রটে গিয়েছিল সর্বত্র। তার জায়গায় দলে ডাক পেয়েছেন তরুণ অলরাউন্ডার সাব্বির রহমান। এছাড়া লিটনের ছিটকে পড়ায় তার জায়গায় দলে ঢুকেছেন আরেক তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

১৫ সদস্যের দলে যারা আছেন :

মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, মমিনুল হক, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশিষ রায় ও রুবেল হোসেন।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/মার্চ ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর