thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ জুন ২০১৮, ১১ আষাঢ় ১৪২৫,  ১০ শাওয়াল ১৪৩৯

মুন্সীগঞ্জে চিকিৎসক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন, কর্মবিরতি

২০১৭ মার্চ ১৫ ১৬:৪২:৫১
মুন্সীগঞ্জে চিকিৎসক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন, কর্মবিরতি

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রোগীর স্বজনরা কর্তব্যরত এক চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে ও এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা শাখা বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)।

বুধবার (১৫ মার্চ) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রধান ফটকের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এছাড়া হাসপাতালটির চিকিৎসকেরা সকাল নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত আধাঘণ্টা কর্মবিরতিও পালন করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমান, আবাসিক মেডিক্যাল অফিসার সাখাওয়াৎ হোসেন, বিএমএ জেলা শাখার সভাপতি ও সাচিবের সভাপতি আক্তার হোসেন বাপ্পী, ডাক্তার নিজাম উদ্দীন হেলাল, শৈবাল বসাক প্রমুখ।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে হাসপাতালের নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসক শেখ মো. মুনিরউদ্দিন আহম্মেকে লাঞ্ছিত করেন রোগীর স্বজনরা। ওইদিনই এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিঠু নামে একজনকে আটক করেছে পুলিশ।

(দ্য রিপোর্ট/এস/এপি/মার্চ ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে