thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

জাহিদ হাসান যখন বকেয়া মজিদ

২০১৭ মার্চ ১৫ ১৭:২৯:১৪
জাহিদ হাসান যখন বকেয়া মজিদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : গ্রামের টং দোকানদার বকেয়া মজিদ। দোকান থাকলেও তাতে কোনো মালামাল নেই। তবে একখান লাল মলাটের বাকির খাতা নিয়ে সারাদিন দোকানে বসে থাকেন মজিদ। পাওনা আদায়ে হঠাৎই রাস্তা-ঘাটে পাওনাদারদের ধরে বিভিন্ন কৌশল প্রয়োগ করেন।

ওই গ্রামের মেয়ে লতিকা বানু তাকে ভালোবাসার চেষ্টা করেন। কিন্তু মজিদের স্বপ্ন বাকি না তুলে সে ভালোবাসা বা বিয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না। আর তা নিয়ে ঘটে মজার মজার ঘটনা।

এমন মজার গল্প নিয়ে তৈরি হয়েছে এক ঘণ্টার নাটক `বকেয়া মজিদ’। নাটকের শুটিং শেষ হয়েছে। মজিদের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। লতিকার চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে।

সুজিত বিশ্বাসের গল্পে নাটকটি রচনা করেছেন মোমিন স্বপন। নাটকটি পরিচালনা করেছেন তারেক মিয়াজী। আরটিভিতে বৃহস্পতিবার (১৬ মার্চ ) রাত ৮টা ১০ মিনিটে নাটকটি প্রচার হবে।

(দ্য রিপোর্ট/পিএস/মার্চ ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর