thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮, ৭ বৈশাখ ১৪২৫,  32 রজব ১৪৩৯

ইবির ‘এফ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা ১৬ মার্চ

২০১৭ মার্চ ১৫ ১৮:১৭:৫৬
ইবির ‘এফ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা ১৬ মার্চ

ইবি প্রতিনিধি : কুষ্টিায়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ‘এফ’ ইউনিটের পুনঃভর্তি বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনায় তদন্ত সাপেক্ষ ২৩৩তম সিন্ডিকেট সভায় ওই পরীক্ষা বাতিল করে।

এছাড়া গত ৭ মার্চ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বাতিল হওয়া ‘এফ’ ইউনিটের পুনরায় ভর্তিপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। পরীক্ষায় ওই ইউনিটের পূর্বে আবেদনকারী ২ হাজার ৯ শত ৪৪ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। তবে প্রশ্ন ফাঁসের ঘটনায় ৩ শিক্ষকসহ ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয় ওযেব সাইট (iu.ac.bd) থেকে জানা যাবে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/মার্চ ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে