thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

গ্রামীণ ব্যাংকের কর্মকর্তার ১০ বছর কারাদণ্ড

২০১৭ মার্চ ১৫ ১৮:৫০:২৩
গ্রামীণ ব্যাংকের কর্মকর্তার ১০ বছর কারাদণ্ড

বরিশাল অফিস : বরিশালের রায়পাশা কড়াপুর শাখা গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপক দেলোয়ার হাসানকে অর্থ আত্মসাৎ মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এরসাথে ১৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের জেল দিয়েছেন।

বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আসামির অনুপস্থিতিতে বুধবার (১৫ মার্চ) এই আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশীদ মামলার নথির বরাত দিয়ে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের রায়পাশা শাখার ব্যবস্থাপক হিসেবে দেলোয়ার হাসান দায়িত্ব ছিলেন। এ সময় তিনি গ্রাহকের ৫ লাখ ২২ হাজার ১০৫ টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় দুদক বরিশাল আঞ্চলিক শাখার সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী ২০১২ সালের ৩০ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন। পরে ২০১৪ সালের অক্টোবরে আদালতে চার্জ গঠন করা হয়। ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় প্রদান করেন।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/মার্চ ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর