thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ জুন ২০১৮, ১১ আষাঢ় ১৪২৫,  ১০ শাওয়াল ১৪৩৯

পর্দায় ফিরছেন শ্রীদেবী

২০১৭ মার্চ ১৬ ০০:১২:৫৭
পর্দায় ফিরছেন শ্রীদেবী

দ্য রিপোর্ট ডেস্ক : ২০১২ সালে তিনি শেষ সিনেমা করেছিলেন। তারপর প্রায় ৫ বছর পর্দার সঙ্গে তার কোনো রকম যোগাযোগ ছিল না। এবার আবার পর্দায় ফিরতে চলেছেন শ্রীদেবী। ছবির নাম মম।

ছবিটি পরিচালনা করছেন রবি উদায়ওয়ার। প্রযোজনা করছেন বনি কাপুর। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শ্রীদেবী। সোশ্যাল মিডিয়ায় তিনি ছবির পোস্টার প্রকাশ করেছেন।

তবে ছবির গল্প এখনও প্রকাশ পায়নি। প্রযোজনা সংস্থা ও পরিচালকের তরফ থেকে প্লট গোপন রাখা হয়েছে।

শ্রীদেবীর সঙ্গে ছবিতে অভিনয় করছেন অক্ষয় খান্না, অভিমন্যু সিং ও পীতবাস ত্রিপাঠি। শোনা যাচ্ছে, ছবিতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

শুটিং শুরুর পর থেকে একাধিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে মম ছবিটিকে। পাকিস্তানি শিল্পীদের উপর যখন দেশের একাধিক সংগঠন নিষেধাজ্ঞা জারি করে, তখন সমস্যায় পড়ে মম। ছবিতে দু'জন পাকিস্তানি শিল্পী ছিলেন। আদনান সিদ্দিকি ও সজল আলি। তারা শ্রীদেবীর স্বামী ও মেয়ের ভূমিকায় অভিনয় করছিলেন।

তবে এখন তারাই এই চরিত্রে অভিনয় করছেন? নাকি অন্য কোনো অভিনেতা অভিনেত্রী এসেছেন তা জানা যায়নি। ১৪ জুলাই রিলিজ করবে মম।

শ্রীদেবীকে শেষ দেখা গিয়েছিল ইংলিশ ভিংলিশ ছবিতে। ছবির পরিচালক ছিলেন গৌরি শিন্ডে।

(দ্য রিপোর্ট/এফএস/এনআই/মার্চ ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে