thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮, ১০ বৈশাখ ১৪২৫,  35 রজব ১৪৩৯

সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় শিশুর লাশ

২০১৭ মার্চ ১৬ ২০:১৯:৫৫
সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় শিশুর লাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রেমতলায় জঙ্গি আস্তানায় বিস্ফোরণে ছিন্নভিন্ন এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জঙ্গি আস্তানার বিস্ফোরক উদ্ধার করার সময় শিশুটির লাশ পাওয়া যায়। পুলিশ ধারণা করছে শিশুটি আত্মঘাতি নারীর।

ওই বাড়িতে এ নিয়ে এক নারী ও তিন পুরুষসহ মোট পাঁচজনের লাশ পাওয়া গেল।

এ ব্যাপারে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ‘ছায়ানীড়’ নামের দুইতলা ওই বাড়ির সিঁড়িতে একতলা ও দোতলার মাঝামাঝি স্থানে যেখানে এক নারীর লাশ পড়েছিল, তার পাশেই আনুমানিক ছয় বছর বয়সী ওই শিশুর লাশ পাওয়া যায়। সকালে অভিযানের সময় জঙ্গিরা যখন আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, তখনই শিশুটির মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

বুধবার বিকেলে ওই বাড়ি ঘিরে ফেলার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় সোয়াট ও পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা ওই বাড়িতে অভিযান শুরু করেন।

(দ্য রিপোর্ট/এপি/মার্চ ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে