thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

শুরু হচ্ছে ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র উৎসব’

২০১৭ মার্চ ১৮ ০৯:৪৭:২৪
শুরু হচ্ছে ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র উৎসব’

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শাহবাগ কেন্দ্রীয় গণ গ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে থিয়েটার স্কুল চারুনীড়মের আয়োজনে আজ শনিবার শুরু হচ্ছে ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র উৎসব ২০১৭’।

বিকাল সাড়ে পাঁচটায় কেন্দ্রীয় গণ গ্রন্থাগার প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসব উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার। প্রধান অতিথি থাকবেন নাট্যজন আমিরুল ইসলাম। উপস্থিত থাকবেন ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘ ও প্রযোজক সমিতির নেতাকর্মীরা। এই উৎসব চলবে ছয় দিন।

চারুনীড়ম সূত্রে জানা গেছে, ১৮ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই উৎসবে ২২টি নাটক প্রদর্শন করা হবে। এবার তিনটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। এগুলো হলো— সেরা কাহিনী/গল্প, সেরা চিত্রনাট্য ও সেরা পরিচালনা।

উৎসবের প্রথম দিন প্রদর্শিত হবে দুটি নাটক। একটি আখতারুজ্জামানের কাহিনী ও চিত্রনাট্যে গাজী রাকায়েতেরে পরিচালনায় ‘মধু গাছ’, অন্যটি হাসান আজিজুল হকের গল্পে বদরুল আনাম সৌদের চিত্রনাট্য ও পরিচালনায় ‘মন তার শঙ্খিনী’।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এনআই/মার্চ ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর