thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ জুন ২০১৮, ১১ আষাঢ় ১৪২৫,  ১০ শাওয়াল ১৪৩৯

ঢাকার মঞ্চে অভিনয় করবেন নাসির উদ্দিন শাহ

২০১৭ মার্চ ১৯ ০৮:৪৬:০৯
ঢাকার মঞ্চে অভিনয় করবেন নাসির উদ্দিন শাহ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকার মঞ্চে অভিনয় করবেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ‘ইসমাত আপাকে নাম’ নাটক নিয়ে ঢাকায় আসছেন তিনি। সিটি ব্যাংক নিবেদিত এই নাটকটি আগামী ২১ এপ্রিল রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে মঞ্চস্থ হবে। নাটকটিতে আরও অভিনয় করছেন রত্না পাঠক শাহ ও হিবা শাহ। টিকিট পাওয়া যাবে সিটি ব্যাংকের নির্ধারিত কয়েকটি শাখায়।

নাসিরুদ্দিন শাহ ও তাঁর নির্দেশিত এই নাটকটি ঢাকায় নিয়ে আসছে ব্লুজ কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম এ তথ্য জানান।

নাসির উদ্দিন শাহ চলচ্চিত্র অভিনয়ে বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করেছেন। তিনি নিয়মিত মঞ্চনাটকে অভিনয় করেন। ইতিমধ্যে পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্ম ফেয়ারসহ আন্তর্জাতিক নানা পুরস্কার।

ভূষিত হয়েছেন ভারতের সম্মানজনক রাষ্ট্রীয় পদক পদ্মশ্রী ও পদ্মভূষণে। ইসমাত আপাকে নাম তাঁর নির্দেশিত ও অভিনীত এক অনন্য সৃষ্টি।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/মার্চ ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে