thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮, ৭ বৈশাখ ১৪২৫,  32 রজব ১৪৩৯

জাতীয় বিশ্ববিদ্যালয়

মাস্টার্স শেষপর্বের পরীক্ষা স্থগিত

২০১৭ মার্চ ১৯ ১৪:২৬:৩১
মাস্টার্স শেষপর্বের পরীক্ষা স্থগিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষপর্বের (শুধুমাত্র নিয়মিত ও প্রাইভেট শিক্ষার্থীদের) পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রবিবার (১৯ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত আগামী ৩ এপ্রিল ২০১৭ তারিখ থেকে অনুষ্ঠেয় ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নিয়মিত ও প্রাইভেট (নতুন সিলেবাস) এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, ও এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষা স্থগিত করা হলো। কিছুদিনের মধ্যে উল্লিখিত পরীক্ষার নতুন সময়সূচি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

এর আগে ৯ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা আগামী ৩ এপ্রিল থেকে শুরুর কথা জানানো হয়েছিল।

এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি দেখতে ক্লিন করুন

(দ্য রিপোর্ট/এস/এম/মার্চ ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবররে