thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

মার্কেন্টাইল ব্যাংকের ১৩ শতাংশ দর পতন

২০১৭ মার্চ ১৯ ১৫:৪০:৪৫
মার্কেন্টাইল ব্যাংকের ১৩ শতাংশ দর পতন

দ্য রিপোর্ট প্রতিবেদক : রবিবারের (১৯ মার্চ) লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ টেন লুজারের শীর্ষে উঠে এসেছে মার্কেন্টাইল ব্যাংক। এ দিন কোম্পানির শেয়ারের দর কমেছে ১৩.২০ শতাংশ। মূলত রেকর্ড ডেট পরবর্তী সমন্বয়ের কারণে কোম্পানির এ দর পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৯.৭ টাকা। যা রবিবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৭.১ টাকায়। এ দিন কোম্পানির শেয়ার ১৭ টাকা থেকে ১৮ টাকায় লেনদেন হয়।

টপ টেন লুজারে উঠে আসা অপর ইস্যুগুলোর মধ্যে- রিল্যায়েন্স ইন্স্যুরেন্সের ১১.৭৮ শতাংশ, জুট স্পিনার্সের ৭.৪১ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৪.৭৪ শতাংশ, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের ৪.৬২ শতাংশ, কে অ্যান্ড কিউ এর ৪.৬২ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৪.৩৬ শতাংশ, ইউনাইটেড এয়ারের ৩.৮০ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইলের ৩.৬৬ শতাংশ ও আইপিডিসি ফাইন্যান্সের ৩.২৮ শতাংশ দর কমেছে।

দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএ/মার্চ ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর