thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

‘দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে’

২০১৩ নভেম্বর ০৬ ২০:৩৫:৫৮
‘দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : নিজস্ব অর্থায়নে ২০ হাজার ৫৭০ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে প্রথম পদ্মা সেতুর কাজ চলমান উল্লেখ করে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সংসদে বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি বৃহত্তর জনগোষ্ঠীর যাতায়াত ব্যবস্থাসহ তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের বিষয়টি বিবেচনায় এনে পাটুরিয়া-গোয়ালন্দে দ্বিতীয় পদ্মা বহুমুখী সেতু নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘২০০৫ সালে পরিচালিত সম্ভাব্যতা সমীক্ষা অনুযায়ী ১৩ হাজার ১২৩ দশমিক ৩৮ কোটি টাকা ব্যয়ে ৬ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মাণ করা হবে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে নিমার্ণে বিনিয়োগকারী নিয়োগে ইওআই আহবান করা হলে নির্ধারিত সময়ের মধ্যে তিনটি প্রতিষ্ঠান প্রস্তাব দাখিল করে। অন্যদিকে চীনা সরকারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড জি-টু-জি পদ্ধতিতে এ সেতু নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘দেশের সড়ক যোগাযোগ নেটওয়ার্ক নিরবিচ্ছিন্ন করার লক্ষ্যে আরো নতুন নতুন সেতু নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে দক্ষিণাঞ্চলের বরিশাল ও পটুয়াখালী জেলার রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদি-হিজলা সড়কে আড়িয়াল খাঁ নদীর উপর, লেবুখালী-দুমকি-বগা-দশমিনা-গলাচিপা-আমড়াগাছি সড়কের গলাচিপা নদীর উপর নতুন সেতু নির্মাণ করা হবে।’

পদ্মা সেতুর বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ২০ হাজার ৫০৭ দশমিক ২০ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু নির্মাণের কাজ চলমান রয়েছে। মূল সেতু নির্মাণের জন্য নয় হাজার ১৭২ দশমিক ১৭ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরে ঠিকাদার নিয়োগে দরপত্র আহবান করা হয়েছে। দরপত্র দাখিলের সর্বশেষ তারিখ চলতি বছরের ৪ ডিসেম্বর।’

(দিরিপোর্ট২৪/আরএইচ/আরএইচ/এমএআর/নভেম্বর ৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর