thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির উদ্বোধন

২০১৭ মার্চ ১৯ ১৭:২১:১৭
পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির উদ্বোধন

ঢাবি প্রতিবেদক : আসন্ন পয়লা বৈশাখকে সামনে রেখে রবিবার (১৯ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ প্রাঙ্গণে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি আয়োজনের উদ্বোধন করা হয়।

মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি আয়োজনে তুলির ছোঁয়ায় ছবি এঁকে উদ্বোধন করেন প্রখ্যাতশিল্পী রফিকুন্নবী। এসময় আরো উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক আবুল বারক আলভী, চারুকলা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক শিশির ভট্টাচার্য।

এ সময় বাঙালি সংস্কৃতির রীতি অনুযায়ী ঢাক-ঢোল বাজিয়ে ও খৈ-বাতাসা বিতরণের মাধ্যমে শিক্ষার্থীরা এ আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতিবছর পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রায় বাংলা সংস্কৃতির পরিচয়বাহী নানা প্রতীকী উপকরণ, বিভিন্ন রঙয়ের মুখোশ নিয়ে মানুষ জমায়েত হয়।

(দ্য রিপোর্ট/এপি/মার্চ ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর