thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

পাওনা টাকা চাওয়ায় দোকানি খুন

২০১৭ মার্চ ২০ ১০:২৫:২৪
পাওনা টাকা চাওয়ায় দোকানি খুন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার ইয়াকুবপুর এলাকায় পাওনা টাকা চাওয়ায় যুবকের লাঠির আঘাতে এক নারী খুন হয়েছেন। নিহত ওই নারীর নাম হোসনে আরা (৫৫)।

রবিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ইয়াকুবপুর এলাকার দোকানদার আবদুর রাজ্জাক ও তার স্ত্রী হোসনে আরার মুদি দোকানে একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (২২) ঘটনার আগের দিন ২০ টাকা বাকি করে। রবিবার রাতে ওই টাকা চাইলে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ইসমাইলের সঙ্গে দোকানদার রাজ্জাকের হাতাহাতি করে। এ সময় রাজ্জাকের স্ত্রী এগিয়ে এলে ইসমাইল লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে।

পরে স্থানীয় লোকজন তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইসমাইলকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

(দ্য রিপোর্ট/এম/এনআই/মার্চ ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর