thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি ফখরুলের

২০১৭ মার্চ ২০ ১৪:১৫:৪২
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি ফখরুলের

দ্য রিপোর্ট প্রতিবেদক : সম্প্রতি রাজধানীর আশকোনায় আত্মঘাতী বোমা হামলায় সন্দেহজনক আটক ব্যক্তির মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছে ব্যাখ্যা দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২০ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ‘স্বাধীনতা হল’-এ এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, ‘এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে হানিফ নামের একজনকে আটক করা হয়। পরবর্তিতে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্য ঘটে। অথচ তার পরিবার বলছে ২৭ ফেব্রুয়ারি হানিফকে র‌্যাব (র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান) তাকে আটক করে। স্পষ্টভাবে ব্যাখ্যা দাবি করছি। র‌্যাবের দাবি সত্য, নাকি পরিবারের দাবি সত্য? পারিবারের দাবি যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা কোন দেশে বাস করছি! সরকারের আইনশৃঙ্খলাবাহিনীর দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা দেওয়া এবং সঠিক সত্য জাতির কাছে তুলে ধরা। তাহলে এটা কি? আমি দাবি করছি- সত্য উদঘাটন করতে সুষ্ঠু তদন্ত করুন।

শুধু এটাই নয়, অসংখ্য এমন ঘটান ঘটছে এমন অভিযোগ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী বলছে এক কথা পরিবার বলছে আরেক কথা। তিন মাস আগে তুলে নেওয়া হয়েছে, ছয় মাস আছে তুলে নেওয়া হয়েছে। যদি পরিবারের দাবি সঠিক হয় তাহলে কি এক কথা মনে করতে পারি। এটা অত্যন্ত গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। এই লোকগুলো তুলে নিয়ে পরবর্তি সময়ে তাদেরকে জঙ্গি বানিয়ে হত্যা করা হচ্ছে। জঙ্গিবাদকে প্রকাশ করার জন্য তাদেরকে ব্যবহার করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা আশংকা করছি, যেকোনো সময় কাউকে তুলে নিয়ে যাবে এবং জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযোগ দিয়ে তাকে হত্যা করবে।’

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হসিনা বলেছেন জঙ্গিবাদ দমনে জনগণকে এগিয়ে আসতে হবে এমনটা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘অথচ আমরা আগেই বলেছিলাম সমস্যা সমাধানে জনগণ নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করি কিন্ত আপনরা (সরকার) আসেননি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের মধ্যে জঙ্গিবাদের লেশ মাত্র নেই। সরকার আজকে বিভাজন তৈরি করছে। রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করতে জঙ্গিবাদকে ব্যবহার করছে। প্রকৃত রহস্য উদঘাটন করতে তারা আন্তরিক নয়। এরা গভির ভয়ংকর খেলায় মেতেছে। সেই খেলা দেশকে কোথায় নিয়ে যাবে তা আমরা জানি না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ইতোমধ্যে বাংলাদেশকে জঙ্গিবাদ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে জঙ্গিবাদ একটি ভয়ংকর সমস্যা। যদি আমরা ঐক্যবদ্ধভাবে এর সমধান না করি। তাহলে বাংলাদেশেকে কোন দিকে যাবে, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া মত ভাগ্য বরণ করতে হয় কিনা জানি না।’

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী ভারত যান এটা আমরা চাই। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমস্যাগুলো আছে এর সমাধান চাই। তিস্তা নদীর পানি চাই, অভিন্ন ৫৪টি নদীল পানির ন্যায্য হিস্যা চাই। আন্তার্জতিক নদীর আইন অনুযায়ী যে ভাগভাটোয়ার যে হিসেবে যাতে আমরা পানি পাই সেটা নিশ্চিত করতে হবে। সীমান্তে আমাদের নাগরিকদের যাবে অন্যায়ভাবে হত্যা না করা হয়। অন্যান্য বিষয়গুলোর সমাধান করতে হবে। কিন্তু কোনো মতেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করে নয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশ কোনো ভাবেই পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না। তার মানে এই নয় বাংলাদেশ তার নিজস্ব স্বত্বা বিলিয়ে দিয়ে মিলে যাবে। আমরা যুদ্ধ করেছি রক্ত দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছি। তাই দেশের স্বাধীনতার রক্ষা করবো।’

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের মানুষ অপেক্ষা করছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। কারণ দেশের মানুষ মনে একমাত্র নির্বাচনের মধ্য দিয়ে বিরাজমান সংকট নিরসণ সম্ভব। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে নির্বাচন চায়। বিগত দিনের অভিজ্ঞাতায় বলতে পারি বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই একটি নির্বাচনকালীন সহায়ক সরকার চাই।’

জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আওয়ামী লীগের দূর্বলতার রয়েছে। তাই তারা ইতিহাস বিকৃত করছে। স্বাধীনতার ষোঘাণা জিয়াউর রহমান দিয়েছেন এই নিয়ে বির্তক করছে আওয়ামী লীগ।’

স্বাধীনতা সংগ্রাম শহীদ জিয়ার ভূমিকা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনার আয়োজন করে ন্যাশনাল পিপপলস পার্টি ( এনপিপি) এ আয়োজন করে। এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন-বিএনপির ভাইসচেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ২০ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, শফিউল আলম প্রধান, মোস্তাফিজুর রহমান, আজহারুল ইসলাম, সাঈদ আহমেদ, সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/এআরই/মার্চ ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর