thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭, ১২ বৈশাখ ১৪২৪,  ২৭ রজব ১৪৩৮

গেইনারের শীর্ষে আইএফআইসি ব্যাংক

২০১৭ মার্চ ২০ ১৫:২৮:৪০
গেইনারের শীর্ষে আইএফআইসি ব্যাংক

দ্য রিপোর্ট প্রতিবেদক : সোমবারের (২০ মার্চ) লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক। এদিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ৭.১৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার আইএফআইসি ব্যাংকের শেয়ার সমাপনী মূল্য ছিল ২৮ টাকা। যা সোমবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ৩০ টাকায়। এ দিন কোম্পানির শেয়ার ২৮.৩ টাকা থেকে ৩০.২ টাকায় লেনদেন হয়।

টপ টেন গেইনারের অপর ইস্যুগুলোর মধ্যে- এবি ব্যাংকের ৫.১৭ শতাংশ, আইসিবির ৫.১৫ শতাংশ, এমআই সিমেন্টের ৪.৮৩ শতাংশ, তুং হাই নিটিংয়ের ৪.৭০ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ৪.১১ শতাংশ, উত্তরা ব্যাংকের ৪.০৭ শতাংশ, ইন্টারন্যাশনাল লীজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ৪.০৫ শতাংশ, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজের ৩.৮২ শতাংশ ও আরামিট সিমেন্টের ৩.৩৩ শতাংশ দাম বেড়েছে।

দাম বাড়ার এ তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।

(দ্য রিপোর্ট/আরএ/মার্চ ২০, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবররে