thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

হবিগঞ্জে সেন্ট্রাল ও প্যানাসিয়া হাসপাতালে জরিমানা

২০১৭ মার্চ ২০ ১৫:৫২:৫৬
হবিগঞ্জে সেন্ট্রাল ও প্যানাসিয়া হাসপাতালে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের টাউন হল রোড এলাকায় সেন্ট্রাল ও প্যানাসিয়া নামে দুই প্রাইভেট হাসপাতালকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম ও ভূমি কর্মকর্তা বিজন কুমার সিংহের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নির্জর ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, নষ্ট এক্সরে মেশিন ব্যবহার, মূল্য তালিকা থেকে বেশি টাকা আদায় ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেন্ট্রাল হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে প্যানাসিয়া হাসপাতালে মূল্য তালিকা না থাকায় ও বেশি টাকা আদায়ের কারণে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সদর মডেল থানার এসআই অরূপ কুমারসহ একদল পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/মার্চ ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর