thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

রাঁচি টেস্টের রোমাঞ্চকর ড্র

২০১৭ মার্চ ২০ ১৭:৪৯:০২
রাঁচি টেস্টের রোমাঞ্চকর ড্র

দ্য রিপোর্ট ডেস্ক : রোমাঞ্চ ছড়িয়েই ড্র হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে রাঁচিতে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্ট। সোমবার (২০ মার্চ) টেস্টের পঞ্চমদিনের তৃতীয় সেশনে সফরকারী অস্ট্রেলিয়া নিজেদের দ্বিতীয় ইনিংসে ১০০তম ওভারের শেষ বলার খেলার পর ড্র মেনে নেয় স্বাগতিক ভারত। দুই দেশের মধ্যে চলমান চার ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচটি ড্র’র ফলে এখনও ১-১ সমতা বিরাজ করছে।

আগের দিনের(চতুর্থদিন) ২ উইকেটে ২৩ রান হাতে নিয়ে টেস্টের শেষদিনে ব্যাট করতে নামে সফরকারী অস্ট্রেলিয়া। পরে এদিন ১০০ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে মোট ২০৪ রান তোলে অস্ট্রেলিয়া। এই ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন পিটার হ্যান্ডসকম্ব। এছাড়া শন মার্শ ৫৩, দলপতি স্টিভ স্মিথ ২১, মেট রেনশ করেছেন ১৫ রান। ৯ রান নিয়ে হ্যান্ডসকম্বের সঙ্গে অপরাজিত ছিলেন ম্যাটওয়েওড।

ভারতের হয়ে এই ইনিংসে জাদেজা একাই তুলে নিয়েছেন ৩টি উইকেট। আর ১টি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা ও রবিচন্দ্র অশ্বিন।

এর আগে প্রথম ইনিংসে অজিরা তোলে ৪৫১ রান। জবাবে, নিজেদের প্রথম ইনিংসে ভারত ৬০৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে ৯ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে ভারত। চতুর্থ দিন শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে ২৩ রান তুলতে দুই উইকেট হারায় অজিরা। পঞ্চম দিন প্রথম দুই সেশনে ভারত মাত্র দুটি উইকেট তুলে নেয়। দ্বিতীয় সেশনে হতাশাই উপহার পায় কোহলির দল। তবে, শেষ সেশনে আরও দুটি উইকেট তুলে নিয়ে ম্যাচে রোমাঞ্চের সুবাস দিতে থাকে ভারত। তবে, শেষ পর্যন্ত ড্র হয় ম্যাচটি।

এই ড্র’র ফলে চার ম্যাচের সিরিজে এখন ১-১ এ সমতা বিরাজ করছে। সিরিজের শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ধর্মশালায়। আগামী ২৫ মার্চ।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৪৫১ ও ২০৪/৬

ভারত: ৬০৩/৯ (ডিক্লেয়ার)

(দ্য রিপোর্ট/এজে /মার্চ ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর