thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮, ৬ বৈশাখ ১৪২৫,  ৩১ রজব ১৪৩৯

লালমনিরহাট সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক

২০১৭ মার্চ ২০ ২১:০৩:১৭
লালমনিরহাট সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট সীমান্তের ৯২৭ মেইন পিলারের ৬ নম্বর সাব পিলারের বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মোগলহাট সীমান্তের অভ্যন্তরে ধরলা নদীর পাশে সোমবার (২০ মার্চ) দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম মোর্শেদসহ ৬ সদস্যের ও ভারতের ১২৪ ব্যাটালিয়ন বিএসএফের উপ-অধিনায়ক শ্রী কমল ভাগাতের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ধরলা নদীর তীর সংরক্ষণের কাজ, অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার, নারী ও শিশু পাচারের বিষয় নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, লালমনিরহাট জেলার মোগলহাট এলাকায় ধরলা নদীর বাংলাদেশ পাশে চলমান নদীর তীর সংরক্ষণের কাজ সীমান্তের ১৫০ গজের মধ্যে হওয়ায় চলতি মাসের ১৭ তারিখ বিএসএফ বাধা প্রদান করে। মূলত এ নিয়েই আজ বিএসএফের সাথে পতাকা বৈঠক করে বিজিবি।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এনআই/মার্চ ২০, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে