thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮, ১৩ আষাঢ় ১৪২৫,  ১১ শাওয়াল ১৪৩৯

ঢাবি সাদা দলের আহ্বায়ক কমিটি গঠন

২০১৭ মার্চ ২০ ২২:২৯:৩০
ঢাবি সাদা দলের আহ্বায়ক কমিটি গঠন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২০ মার্চ) বিকেলে এক বৈঠক শেষে সর্ব সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। যুগ্ম আহ্বায়ক হয়েছেন ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আব্দুর রশিদ ও ঢাবির সিনেট সদস্য এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

এদিকে রাতেই গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন ঢাবি সাদা দলের নতুন আহ্বায়ক কমিটির নেতারা। এসময় তারা বেগম জিয়াকে ফুলের তোড়া উপহার দেন।

বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষক লাউঞ্জে প্রায় দুই ঘণ্টাব্যাপী সাদাদলের এক সভা হয়। এতে সভাপতিত্ব করেন সাদা দলের সদ্য সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. সিরাজুল ইসলাম। অন্যানের মধ্যে সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক মো. লুৎফর রহমান, ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ড. মো. মোশাররফ হোসেন ভুইয়া, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ড. মোহাম্মদ হাসানুজ্জামান, ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানী, অধ্যাপক মো. মোহেদী হাসান খান, রাশিদ মাহমুদ, মো. আলমগীর হোসেন, এএএম কাওসার হাসান, ড. এএসএম সালাহউদ্দিন, দেবাশীষ পাল, ইসরাফিল রতন প্রামাণিক, ড. মো. জসিম উদ্দিন, শাহ শামীম আহমেদ, ড. দিলীপ কুমার বড়ুয়া, ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, আফরিন চৌধুরী, অধ্যাপক মো. মাহফুজুল হক, মো. নূরুল আমিনসহ প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএইচ/এপি/এনআই/মার্চ ২০, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবররে