thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

৬০তম বসন্তে মঞ্চকুসুম শিমুল ইউসুফ

২০১৭ মার্চ ২১ ১১:৪৭:২২
৬০তম বসন্তে মঞ্চকুসুম শিমুল ইউসুফ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘একুশ হাজার নয় শ’বার তোমাকে প্রদক্ষিণ করেছে সফল সূর্য।’ শিমুল ইউসুফ জন্মজয়ন্তী অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে লেখা রয়েছে বাক্যটি। মঞ্চকুসুম শিমুল ইউসুফ আজ (২১ মার্চ) ৬০তম বসন্তে পা রাখলেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাঠে আজ সন্ধ্যায় আয়োজন করা হয়েছে ‘জয়ন্তী মঞ্চকুসুম শিমুল’ শিরোনামের অনুষ্ঠান। ২১ ও ২২ মার্চ দুদিন এ অনুষ্ঠান চলবে।

বাংলাদেশের নাট্যাঙ্গনের অনন্য প্রতিভাবান নাট্যশিল্পী শিমুল ইউসুফ পাঁচ দশকেরও বেশি সময় ধরে যুক্ত রয়েছেন নাট্যচর্চায়। ১৯৭৪-এ যোগ দেন ঢাকা থিয়েটারে। আশির দশকে বাংলাদেশ গ্রাম থিয়েটার আন্দোলনেও রয়েছে তার বিশেষ অবদান।

‘বিশ্ব রঙ্গমঞ্চে ঝংকৃত হোক বাংলা নাটকের শাশ্বত সুর’ এই আকাঙ্ক্ষার পালে হাওয়া লেগেছে যাদের নিবিষ্ট পরিচর্যা, শিমুল তাদের একজন। মুনতাসির, শকুন্তলা, কীত্তনখোলা, কেরামতমঙ্গল, হাতহদাই, চাকা, যৈবতী কন্যার মন, বনপাংশুল, প্রাচ্য, বিনোদিনী—নাটকে অভিনয় করে সবাইকে মুগ্ধ করে চলেছেন।

(দ্য রিপোর্ট/পিএস/এম/এনআই/মার্চ ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর