thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

অ্যাম্বুলেন্সে ভারতীয় মদসহ যবিপ্রবি’র ছাত্রলীগ কর্মী আটক

২০১৭ মার্চ ২১ ১১:৫০:১৭
অ্যাম্বুলেন্সে ভারতীয় মদসহ যবিপ্রবি’র ছাত্রলীগ কর্মী আটক

যশোর অফিস : ভারতীয় মদসহ কামরুজ্জামান গনি ও স্বাগত বিশ্বাস নামে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুই ছাত্রকে আটক করেছে পুলিশ। তারা ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত। গতকাল সোমবার (২০ মার্চ) গভীর রাতে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স চালক মিজানুর রহমানকেও আটক করে পুলিশ।

চৌগাছা থানা সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে যাচ্ছিলেন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র কামরুজ্জামান গনি ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র স্বাগত বিশ্বাস। অ্যাম্বুলেন্সটি চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আসলে পুলিশ তা তল্লাশি করে। এ সময় চার বোতল ভারতীয় মদ পাওয়া যায়। এজন্য ওই দুই ছাত্রকে আটক করা হয়েছে। একই সাথে অ্যাম্বুলেন্স চালক মিজানুর রহমানকেও আটক করেছে পুলিশ। আটক গনি টাঙ্গাইল আদালতপাড়ার একাব্বর আলীর ছেলে। স্বাগত বিশ্বাস খুলনার টুটপাড়ার মিলন বিশ্বাসের ছেলে।

এ ব্যাপারে চৌগাছা থানার এসআই জামাল হোসেন বলেন, ‘আটককৃতদের কাছে অবৈধ চার বোতল ভারতীয় মদ পাওয়া গেছে। তাদের নামে মামলা দিয়ে আদালতে পাঠানোর হবে।’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেন বলেন, ‘চৌগাছা থানায় আটক দুই ছাত্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী। ঘটনাটি সত্য কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। যদি তা প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/মার্চ ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর