thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

ঢাবিতে ৪ দিনব্যাপী ছাত্র ইউনিয়নের সম্মেলন

২০১৭ মার্চ ২১ ১৫:৫৫:২৫
ঢাবিতে ৪ দিনব্যাপী ছাত্র ইউনিয়নের সম্মেলন

ঢাবি প্রতিনিধি : ‘ছাত্র-জনতা ঐক্য গড়, শিক্ষা-সংস্কৃতি রক্ষা কর’ এই স্লোগান নিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৩৮তম জাতীয় সম্মেলন আগামি ২ থেকে ৫ এপ্রিলে অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের নেতারা এ তথ্য জানায়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি লাকি আক্তার, সাধারণ সম্পাদক জিএম জিলানি শুভ, কেন্দ্রীয় সহ-সভাপতি আবু তারেক সোহেল, কেন্দ্রীয় সহ-সভাপতি লিটন নন্দী, সাংগঠনিক সম্পাদক সুমন সেন গুপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তুহিন কান্তি দাস।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামি রবিবার (২ এপ্রিল) সকাল ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে সম্মেলনের উদ্বোধন এবং বিকাল ৪টায় রাজু ভাস্কর্যে সাংষ্কৃতিক অনুষ্ঠান হবে। সোমবার (৩ এপ্রিল) টিএসসি মিলনায়তনে সকাল ১১টায় ‘নয়া উদারবাদী অর্থনৈতিক দর্শনের কবলে শিক্ষা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। ৪ ও ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে ৩৮তম কাউন্সিল।ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সম্মেলনের উদ্বোধন করবেন।

ছাত্র ইউনিযনের পক্ষ থেকে একই ধারার বিজ্ঞান ভিত্তিক অসাম্প্রদায়িক সার্বজনীন শিক্ষা চালু, কোচিং ও গাইড ব্যবসার বৈধতা বাতিল, শিক্ষার বাণিজ্যিকিকরণ বন্ধ, ২০১৭ সালের পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক পরিবর্তন বাতিলসহ ১০ দফা দাবিও জানানো হয়।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এমকে/মার্চ ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর