thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

জঙ্গিদের জন্য বিএনপির দরদ উতলে পড়ছে : নাসিম

২০১৭ মার্চ ২১ ১৮:১৩:৪৮
জঙ্গিদের জন্য বিএনপির দরদ উতলে পড়ছে : নাসিম

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা জঙ্গিবাদ নিয়ে যে সমস্ত কথা বার্তা বলছেন, তাতে প্রমাণ করে তাদের সঙ্গে জঙ্গি সম্পর্ক আছে। এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ‘একটি দেশে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে হয়। কিন্তু বিএনপির নেতৃত্বে যে উসকানিমূলক বক্তব্য তা দুঃখজনক। তাদের দায়িত্ববান নেতারা যা বলেন এর চেয়ে দুঃখজনক ঘটনা হতে পারে না। জঙ্গিদের জন্য তাদের দরদ উতলে পড়ছে।’

রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। সভা থেকে ১৪ দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক,সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী,দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ,উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া,জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম,জাসদ একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাসদ (ইনু) সাধারণ সম্পাদক শিরীন আখতার, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, বাসদ আহবায়ক রেজাউর রশীদ খান, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য নুরুর রহমান সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

নাসিম বলেন, ‘জঙ্গিবাদ আবার দেখা যাচ্ছে, কয়েকদিন আগে কিছু কিছু ঘটনা ঘটেছে। আইন‍শৃঙ্খলাবাহিনীর তৎপরতার সঙ্গে তারা যে কাজগুলো জঙ্গিদের ধরে ফেলছে তাদের এই দক্ষতার জন্য১৪ দল আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। এই বিচ্ছিন্ন ঘটনাগুলো বিভিন্ন দেশে হয়, আমাদের দেশেও হয়েছে। আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য তা প্রতিরোধ করার চেষ্টা করছে। বিগত দিনেও ১৪ দল জনমত গঠনে কাজ করছে। ভবিষ্যতেও ১৪ দল জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গি উত্থান ও তৎতপরতা বন্ধ করতে চাই। এপ্রিল মাসেদ্বিতীয় সপ্তাহ থেকে ১৪ দল বিভিন্ন জায়গার গণসংযোগ এবং সমাবেশ করবে। কর্মসূচিগুলো পরবর্তিতে জানানো হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভারতের সঙ্গে যে অমীমাংসিত বিষয়গুলো আছে এরে সমাধান হবে। বিগত দিনেও ভারত গঙ্গা চুক্তি, সীমান্ত চুক্তি শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। এবারও আমরা আশা করি ভারত আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে নরেন্দ্র মোদি সরকারযে অমীমাংসিত বিষয়গুলো আছে তার সমাধান করবে। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক উচ্চপর্যায়ের রয়েছে তা আরও দীর্ষায়িত হবে এটাই দেশের মানুষ আশা করে। প্রধানমন্ত্রীর ভারত সফরের আমরা সফলতা কামনা করি।’

জঙ্গিবাদ মোকাবিলায় জাতীয় ঐক্যের প্রয়োজন আছে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ১৪ দল মুখপাত্র বলেন, ‘জঙ্গিবাদ একটি সমস্যা। জঙ্গিবাদ মোকাবিলায় শেখ হাসিনার সাহসী ভূমিকা আমরা দেখেছি। তার এই সাহসী পদক্ষেপের জন্য ১৪ দলের পক্ষ থেকে অকুণ্ঠ সমর্থন রয়েছে। শেখ হাসিনা যেভাবে জঙ্গিবাদ মোকাবিলা করেছে এবং করে যাচ্ছে এর জন্য দেশবাসী ও ১৪ দল তাকে অভিনন্দন জানায়। সবার দায়িত্ব শেখ হাসিনাকে সহযোগিতা করা।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপি নেতা রহুল কবির রিজভীর বক্তব্য সম্পর্কে জানেতে চাইলে তিনি বলেন, ‘এরা এমন সব কথা বলে উত্তর দিতে ইচ্ছা করে না।’

এসময় শততম টেস্ট জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট টিমকে ১৪ দলের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।

১৪ দলের দুই দিনের কর্মসূচি

নাসিম বলেন, ‘২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ১৪ দল পালন করবে। সকাল ১১টায় মিরপুর ১০ নম্বরে বদ্ধভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও সমাবেশ করবো। এছাড়া ৩০ মার্চ খুলনার চুকনগরে একদিন ১০ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। সেখানে আমরা (১৪ দল) যাব এবং সমাবেশ করবো।’

২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদকে ধন্যবাদ জানায় ১৪ দলীয় জোট এমনটাও উল্লেখ করেন তিনি।

মুক্তিযুদ্ধের সময়বাংলাদেশের মানুষকে ভারতে আশ্রয় দেওয়ার জন্যও দেশটির প্রতি ১৪ দলের পক্ষে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন নাসিম।

কুসিকে ১৪ দল প্রচারণা চালাবে

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনেসাম্যবাদী দলের দিলীপ বড়ুয়ার নেতৃত্বে ১৪ দলের নেতারা প্রচার-প্রচারণা চালাবেন বলেও জানান নাসিম।৩০ মার্চ কুসিক সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এমএইচ/এপি/মার্চ ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর