thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

নাট্যশালায় ‘শিবানী সুন্দরী’

২০১৭ মার্চ ২২ ১৪:৪৭:৫৫
নাট্যশালায় ‘শিবানী সুন্দরী’

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালায় শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা ‘শিবানী সুন্দরী’। সালাম সাকলাইনের লেখা এ নাটকটি নির্দেশনা দিয়েছেন দিবাশীষ ঘোষ। এটি মহাকাল নাট্য সম্প্রদায়ের ১৭তম প্রযোজনা।

নাটকটিতে অভিনয় করবেন- সুরেলা নাজিম, বেবী শিকদার, ফারুক আহমেদ সেন্টু, বাবু স্বপ্নওয়ালা, সম্রাট, মীর জাহিদ হাসান, মৈত্রী সরকার, শিবলী সরকার, সৈয়দ ফেরদৌস ইকরাম, সৈয়দা কানিজ ফাতেমা লিসা, রাজিব হোসেন, তারকেশ্বর তারোক, শাহরিয়ার হোসেন পলিন, কবির আহমেদ, সামিউল জীবন, আসাদুজ্জামান রাফিন, ইকবাল চৌধুরী, ফারাবী আকন্দ হীরা, ইব্রাহিম, হুমায়ূন।

নাটকটির মঞ্চ পরিকল্পনায় রয়েছেন জুনায়েদ ইউসুফ, সুর-গান রচনা ও আবহ সঙ্গীত পরিকল্পনায় শিশির রহমান, প্রপস পরিকল্পনা ও নির্মাণ পলাশ হেনড্রি সেন, আলোক পরিকল্পনা কামরুজ্জামান সবুজ, পোষাক পরিকল্পনায় শিশির সবুজ, কোরিওগ্রাফী ফারাবী আকন্দ হীরা, রূপসজ্জা পরিকল্পনা ও প্রয়োগ শুভাশীষ দত্ত তন্ময় এবং প্রযোজনা অধিকর্তা মীর জাহিদ হাসান।

মহাকাল নাট্য সম্প্রদায়ের মীর জাহিদ হাসান জানান, এদিন নাটকের প্রদর্শনীর পূর্বে বিকাল ৫টায় দনিয়া পাঠাগার আয়োজিত শিশু-কিশোরদের বর্ণঅংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভাষাসৈনিক আহমেদ রফিক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/মার্চ ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর