thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

স্বাধীনতা দিবসে ‘মুখের দিকে দেখি’

২০১৭ মার্চ ২২ ১৫:২৪:৩৫
স্বাধীনতা দিবসে ‘মুখের দিকে দেখি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : মুক্তিযোদ্ধা ওয়াহেদ উদ্দিন পুরানো একটি বাড়িতে নি:সঙ্গ জীবন যাপন করেন। তার নৈমিত্তিক জীবনে পরিবর্তন আসে একমাত্র ছেলে মিনার অনেকদিন পরে বিদেশ থেকে বউ নিয়ে দেশে এলে। ওয়াহেদ উদ্দিন খুব উল্লসিত হয়ে পরেন।

কিন্তু তার এই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়না যখন ছেলে মিনার এই পুরানো বাড়ি বিক্রি করে বাবাকে নিয়ে যেতে চায়। মিনার-রুজমিলা দু’জনে মিলে ওয়াহেদ উদ্দিনের এতদিনের অভ্যাস পরিবর্তনের জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যায়।

ওয়াহেদ উদ্দিন এই বাড়ি ছেড়ে কোথাও যাবেনা। ছিঁড়ে ফেলে বাড়ি বিক্রির চুক্তিনামা। হতভম্ব মিনার-রুজমিলা চলে যায় বাবাকে ছাড়াই। যাবার সময় রেখে যায় একটি সিডি। রাতে ওয়াহেদ উদ্দিন এই সিডি দেখে বিস্মিত, আবেগ আক্রান্ত হয়ে পড়ে।

এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘মুখের দিকে দেখি’। মাহমুদ দিদারের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন সেরনিয়াবাদ শাওন। অভিনয় করেছেন- রাইসুল ইসলাম আসাদ, এফ এস নাঈম, নাদিয়া মীম, নিকুল কুমার মন্ডল, ইফতেখারুল ইসলাম প্রমূখ।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এনটিভিতে রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে নাটকটি।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/মার্চ ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর