thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

কুষ্টিয়ায় চাচাকে হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন

২০১৭ মার্চ ২২ ১৭:২০:০৫
কুষ্টিয়ায় চাচাকে হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার হাতিয়া বাজারে চাচা আলতাফ হোসেনকে কুপিয়ে হত্যার দায়ে ভাতিজা রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২২ মার্চ) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক রেজা মো. আলমগীর হাসান জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডিত আসামি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার বাকচুয়া গ্রামের শহীদ বিশ্বাসের ছেলে।

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৩ সালের ৯ এপ্রিলে কুষ্টিয়ার পার্শ্ববর্তী শৈলকুপা উপজেলার বাকচুযা গ্রামের পান ব্যবসায়ী আলতাফ হোসেন পান ক্রয়ের জন্য কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার আব্দালপুর ইউনিয়নের হাতিয়া বাজারে গেলে তার ভাতিজা আলতাফ হোসেন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। স্থানীয়রা তাৎক্ষণিক রাজুকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ঐ দিনই নিহতের স্ত্রী শেফালী খাতুন বাদি হয়ে রাজুর বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় চার্জ গঠনের পরে দীর্ঘ শুনানি ও বিচার কাজ শেষে আজ বিজ্ঞ বিচারক আসামি রাজুর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/মার্চ ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর