thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

হবিগঞ্জে ৩ হাজার ছাত্র-ছাত্রীর ৯টি লোকাল বাস

২০১৭ মার্চ ২২ ১৭:৩১:৫৭
হবিগঞ্জে ৩ হাজার ছাত্র-ছাত্রীর ৯টি লোকাল বাস

হবিগঞ্জ প্রতিনিধি : অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। নবীগঞ্জ উপজেলায় স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীরা বাসের অপেক্ষায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় ঢাকা-সিলেট মহাসড়কে পাশে। কাঁধে ব্যাগ নিয়ে বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার প্রহর গুণেন তারা। সময়মতো আসছে না লোকাল বাস। ফলে সপ্তাহে ২-৩ দিন ক্লাসেও উপস্থিত হতে পারে না তারা। আবার যে ৩-৪ দিন তারা স্কুলে যায় তাও জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে ওঠে কিংবা স্লিপার ধরে ঝুলে।

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পাহাড়ি অঞ্চল দিনারপুর পরগণা। এই পরগণার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিনারপুর উচ্চ বিদ্যালয়, দিনারপুর কলেজ, দিনারপুর দাখিল মাদ্রাসা, পানিউমদা রাগীব-রাবেয়া স্কুল এ্যান্ড কলেজ। হবিগঞ্জ-আউশকান্দি সড়কে মাত্র ৯টি মিনিবাস চলাচল করে। অথচ ওই এলাকার পানিউমদা ইউনিয়নের ভরচড়, রুকনপুর, বরকান্দি, বড়গাঁও, পানিউমদা, কুড়াগাঁওসহ প্রায় ৩৫টি গ্রামের ৩ হাজার ছাত্র-ছাত্রী প্রতিদিন স্কুল-কলেজে যাতায়াত করে ওই রাস্তা দিয়ে। ৩ হাজার ছাত্রছাত্রীর তুলনায় ৯টি বাস অত্যন্ত কম বলে জানান ভুক্তভোগি ছাত্র-ছাত্রীরা।

দিনারপুর কলেজের এইসএসসি পরীক্ষার্থী সৈকত আহমেদ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান-‘প্রতিদিন আমরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকি কিন্তু বাসের দেখা মেলে না। ফলে অনেকদিন কলেজে যাওয়া হয় না আমাদের।’

রাগীব-রাবেয়া স্কুল এ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র শাহ রুবেল জানান, ‘আমরা কলেজে যেতে চাই। কিন্তু বাস না পাওয়ার কারণে নিয়মিত ক্লাস ধরতে পারি না।

দিনারপুর কলেজের এইসএসসি পরীক্ষার্থী রুকসানা বেগম জানান, ‘ছেলেরা বাস এলেই তাড়াতাড়ি উঠে পড়ে। আবার অনেকে বাসের ছাদে উঠে বা স্লিপারে ঝুলে চলে যায়। কিন্তু আমরা মেয়েরা তা করতে পারি না। ফলে তাদের চেয়ে আমাদের দুর্ভোগটা অনেক বেশি।’

এমন অবস্থায় তারা প্রত্যেকটি কলেজ থেকে একাধিক স্কুল-কলেজ বাসের দাবি জানিয়েছেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান-‘স্কুল-কলেজ থেকে বাস চেয়ে কোন দাবি আমাদের কাছে আসেনি। যদি ছাত্র-ছাত্রীরা এমন দাবি জানাতেন তাহলে প্রত্যেকটি স্কুল-কলেজের বাস নিয়ে আমরা সিদ্ধান্ত নিতাম।’

(দ্য রিপোর্ট/একেএ/এপি/মার্চ ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর