thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

মেসির ভাস্কর্যে ভরে যেত চিলি, যদি…

২০১৭ মার্চ ২২ ১৮:০৬:০৭
মেসির ভাস্কর্যে ভরে যেত চিলি, যদি…

দ্য রিপোর্ট ডেস্ক : লিওনেল মেসি মাঠে যে কৃতিত্ব দেখিয়েছেন বা দেখিয়ে চলেছেন, তাতে করে তার ভাস্কর্য কিংবা মূর্তিতে দেশ ভরিয়ে ফেলত লাতিন আমেরিকার দেশ চিলির মানুষ। অবশ্য এটা কেবল তখনই ঘটতো, যদি মেসি চিলির নাগরিক হতেন। এমন অভিমত ব্যক্ত করেছেন চিলির কিংবদন্তি ফুটবলার ইভান জামোরানো। নিওনেল মেসির ফুটবল প্রতিভা ও আর্জেন্টিনা জাতীয় দলে তার অবদানের মূল্যায়ন করতে গিয়ে এমন মন্তব্য করেছেন চিলির এই সাবেক তারকা ফরোয়ার্ড।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে অসংখ্য সাফল্য এনে দিতে পারলেও নিজ দেশ আর্জেন্টিনাকে উল্লেখযোগ্য কোনো শিরোপা জেতাতে পারেননি লিওনেল মেসি। যে কারণে আর্জেন্টিনার মানুষ প্রতিনিয়তই অভিযোগ করে-মেসি বার্সেলোনার জন্য যতটা নিবেদিত, আর্জেন্টিনার জন্য ততটা নন। যদিও ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবলে কিংবা ২০১৫ ও ২০১৬ সালের কোপা আামেরিকা ফুটবলে মেসির নৈপুণ্যেই আর্জেন্টিনা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল এই সত্য হিসেবে নেন না তারা।

এ বিষয়ে কথা বলতে গিয়ে জামোরানো বলেছেন, ‘মেসি যদি চিলিতে জন্ম নিতেন তাহলে তিনি নিঃসন্দেহে এখানে মূল্যায়িত হতেন। চিলির সর্বত্র তার ভাস্কর্য শোভা পেত। চিলিয়ানদের শ্রদ্ধা ও ভালোবাসা পেতে পেতে ক্লান্ত হয়ে যেতেন তিনি।’

জামোরানো আরো বলেছেন, ‘আর্জেন্টাইনরা সবসময় বার্সেলোনার মেসি ও আর্জেন্টিনার মেসির মধ্যে তুলনা করে। কিন্তু বার্সেলোনায় তাকিয়ে দেখুন, সেখানে মেসির সঙ্গে নেইমার, সুয়ারেজ, ইনিয়েস্তা কিংবা বাসকুয়েটসদের মতো খেলোয়াড়রা রয়েছেন এবং মেসি তাদের কাছ থেকে যোগ্য সহায়তা পেয়ে থাকেন। এখানেই মূল পার্থক্য। আমি মনে বিশ্বের সেরা ফুটবলারটির মূল্যায়ন হওয়া উচিত। প্রতিবছর সে ৭০-৮০টি ম্যাচ (ক্লাবের হয়ে) খেলে থাকে, কিন্তু এরপরও সে জাতীয় দলে খেলতে ছুটে আসে। মেসি জাতীয় দলের জন্য যে আন্তরিকতা প্রকাশ করে এর সঠিক মূল্যায়ন হওয়া উচিত।’

প্রসঙ্গত, আগামী বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও চিলি।

(দ্য রিপোর্ট/জেডটি/মার্চ ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর