thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

জবিতে শিক্ষকদের টাকার ভাগ নিয়ে বিভাগে তালা

২০১৭ মার্চ ২২ ১৮:৫০:০৬
জবিতে শিক্ষকদের টাকার ভাগ নিয়ে বিভাগে তালা

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে সান্ধ্যকালীন কোর্সের টাকার ভাগ নিয়ে শিক্ষকদের দ্বন্দ্বের জের ধরে বিভাগে তালা ঝুলিয়েছে শিক্ষকরা। শিক্ষকদের হঠাৎ এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, বিভাগের সান্ধ্যকালীন কোর্স (ইভিনিং এমবিএ) ও হেকেপ (HEQEP) প্রকল্পের অর্থের ভাগ নিয়ে দ্বন্দ্ব শুরু হয় বিভাগের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন ও বর্তমান চেয়ারম্যান জহির উদ্দিন আরিফের মধ্যে। এ নিয়ে বিভাগে অন্তঃকোন্দলের সৃষ্টি হয়; যাতে জড়িয়ে পড়ে বিভাগের প্রায় বেশিরভাগ শিক্ষক। ফলে দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েন বিভাগের শিক্ষকরা। বিভাগে এ নিয়ে শিক্ষকদের মধ্যে একাধিকবার কথা কাটাকাটি হয়েছে বলেও জানা যায়। সর্বশেষ মঙ্গলবার (২১ মার্চ) বিভাগের সহকারী অধ্যাপক জাকির হোসেন তালুকদার বিভাগের প্রতিটি কক্ষে তালা ঝুলিয়ে দেন। এরপর থেকে বিভাগে ক্লাস পরীক্ষাসহ সকল ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক বিল্ডিং এর ৪র্থ তলার একপাশে ফিনান্স বিভাগ ও অন্যপাশে মার্কেটিং বিভাগ। পাশেই ফিনান্স বিভাগে শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকলেও সুনসান নীরবতা মার্কেটিং বিভাগের অংশে। প্রবেশপথ থেকে শুরু করে বিভাগটির প্রতিটি ক্লাসরুম, শিক্ষকদের বসার রুম, সেমিনার, বিভাগীয় অফিসরুম সবখানেই ঝুলছে তালা। শিক্ষকদের এমন সিদ্ধান্ত আগেভাগে শিক্ষার্থীদের না জানানোর ফলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলেও হয়নি কোন ক্লাস বা পরীক্ষা। ফলে চরম ক্ষুব্ধ বিভাগের শিক্ষার্থীরা।

এদিকে বিভাগ ঘুরে পাওয়া যায়নি কোন শিক্ষককে এমনকি বিভাগে পাওয়া যায়নি খোদ বিভাগীয় চেয়ারম্যানকেও। অফিসরুম তালাবদ্ধ থাকায় অফিসে কর্মরত কর্মচারীরা বসে আড্ডা দিচ্ছিলেন অফিসের সামনেই, তাদের এ বিষয়ে জিজ্ঞেস করলে তারা কোন ধরনের মন্তব্য করতে রাজি হননি।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কেটিং বিভাগের একজন শিক্ষক দ্য রিপোর্টকে বলেন, বিভাগের এরকম অন্তঃকোন্দল নতুন নয়। ইভিনিং এমবিএ থেকে প্রাপ্ত মোটা অঙ্কের টাকার হিসেব না মেলা ও ভাগ-ভাটোয়ারা নিয়েই মূলত এই দ্বন্দ্বের সৃষ্টি।

এদিকে শিক্ষকদের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলেন, শিক্ষকদের হুটহাট এমন সিদ্ধান্ত নেওয়ার পূর্বে শিক্ষার্থীদের কথা ভাবা উচিত ছিল। তাদের দ্বন্দ্বের জের শিক্ষার্থীরা ভোগ করবে এটা তো হয়না। শিক্ষকদের কোন সমস্যা থাকলে তা নিয়ে মাননীয় উপাচার্যের কাছে তারা যেতে পারতেন। হঠাৎ ক্লাসরুমে তালা লাগানো তাদের মোটেও উচিত হয়নি। আমরা দূর-দূরান্ত থেকে ক্লাস করতে এসে দেখি ক্লাসরুমে তালা ঝুলানো; যা কোনভাবেই মানা যায় না। অবিলম্বে পুনরায় ক্লাস-পরীক্ষা শুরুর দাবি জানান তারা।

এ বিষয়ে জানতে বিভাগের চেয়ারম্যানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। এছাড়া বিভাগের সহকারী অধ্যাপক জাকির হোসেন তালুকদারের ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইভিনিং এমবিএ কোর্সের ডিরেক্টর মো. জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিভাগ কেন বন্ধ তা বিভাগের চেয়ারম্যান বলতে পারবেন। যেহেতু তিনি বিভাগ পরিচালনা করেন সেহেতু তার জানার কথা বিভাগ কেন বন্ধ। এ বিষয়ে আমি কিছু জানি না।

এছাড়া বিভাগের চেয়ারম্যানের সাথে টাকার ভাগ ভাটোয়ারা নিয়ে তার কোন দ্বন্দ্ব নেই বলেও দাবি করেন বিভাগটির সাবেক এই চেয়ারম্যান।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত। আজ (২২ মার্চ) ক্যাম্পাসে না যাওয়ায় এ ব্যাপারে বিস্তারিত জানতে পারিনি। আগামীকাল বিস্তারিত জেনে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এনএইচ/এপি/মার্চ ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর