thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

২০১৭ মার্চ ২২ ১৯:৫৬:৩৫
চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনায় বিজিবির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পতাকা বৈঠক করেছে বিজিবি ও বিএসএফ। দুদেশের সীমান্তরক্ষীদের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বুধবার (২২ মার্চ)বেলা সাড়ে ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মাদক, নারী ও শিশু পাচার, সীমান্তরক্ষীদের মধ্যে সৌহার্দ্য সম্পর্ক বৃদ্ধি এবং সব ধরনের চোরাচালান বন্ধ প্রসঙ্গে আলোচনা করেন দুদেশের সীমান্তরক্ষীরা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানায়, এ বৈঠকে বাংলাদেশের পক্ষে চুয়াডাঙ্গার বিজিবির ১৬ কর্মকর্তা উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে নদীয়া জেলার কৃষ্ণনগর সীমানগর বিএসএফের কমান্ডেন্ট মাহিন্দ্র সিং এর নেতৃত্বে বিএসএফের ১৬ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ বৈঠক উভয়দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সৌহার্দ্য সম্পর্ক বৃদ্ধি করবে এবং চোরাচালান প্রতিরোধে ভূমিকা রাখবে বলে মনে করেন উভয়দেশের সীমান্তরক্ষীরা।

(দ্য রিপোর্ট/একেএ/এপি/মার্চ ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর