thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

সহজেই দূর হবে পোশাকে খাবারের দাগ

২০১৭ মার্চ ২২ ২২:৫৪:৩৬
সহজেই দূর হবে পোশাকে খাবারের দাগ

দ্য রিপোর্ট ডেস্ক : পার্টিতে গিয়েছেন সুন্দর সেজেগুজে। পছন্দের জামাটা আজই প্রথম বার পরেছেন। বেশ প্রশংসাও কুড়োচ্ছেন। হঠাৎই আনন্দটা কেমন যেন পানসে হয়ে গেলে। হাতে হালকা ধাক্কা লেগে পোশাকে পড়ল কফি। বা হয়তো চুটিয়ে পার্টি উপভোগ করে বাড়িতে এসে দেখলেন শাড়ির পাড়ে তেলের দাগ।

কী করবেন? চিন্তা না করে জেনে নিন কোন দাগকে কীভাবে দূর করবেন-

তেল

পোশাকে তেলের দাগ তুলতে প্রথমে বেবি পাউডার ছড়িয়ে দিন। টুথব্রাশ দিয়ে ঘষে নিয়ে ডিশ সোপ লাগান। অথবা টুথব্রাশ দিয়ে ঘষে তুলে ফেলুন দাগ।

কফি

প্রথমে সাদা ভিনিগারে তুলো ভিজিয়ে দাগের উপর লাগিয়ে নিন। এবার তার উপর বেকিং সোডা ছড়িয়ে দিন। সোডা শুষে নিলে টুথব্রাশে ভিনিগার লাগিয়ে দাগের উপর ঘষতে থাকুন। বুঝতে পারবেন দাগ আস্তে আস্তে উঠে যাচ্ছে। পুরো জামা জলে ধুয়ে নিন।

গ্রিজ

জামা কাপড়ে বা জিন্সে গ্রিজের দাগ লাগলে তা সহজে উঠতে চায় না। দাগের উপর খানিকটা লবণ ছড়িয়ে দিন। শুষে নিলে হাত দিয়ে ঝেড়ে ফেলুন শুকনো লবণ।

কেচাপ

পোশাকে কেচাপের দাগ হলে খুবই বিরক্তিকর ব্যাপার হয়। প্রথমে সাদা ভিনিগারে তুলো ভিজিয়ে দাগের উপর লাগান। টেনে নিলে ডিশ সোপ ঢেলে টুথব্রাশ দিয়ে ঘষে নিন। এবার জামা কেচে নিলেই উঠে যাবে দাগ।

(দ্য রিপোর্ট/এফএস/মার্চ ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর