thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

বিশুদ্ধ পানি : এইচএসবিসি-ডাব্লিউএবি’র প্রকল্প চালু

২০১৭ মার্চ ২২ ২২:৫৭:৪০
বিশুদ্ধ পানি : এইচএসবিসি-ডাব্লিউএবি’র প্রকল্প চালু

দ্য রিপোর্ট ডেস্ক : বিশুদ্ধ খাবার পানি পান করার লক্ষ্যে অত্যাধুনিক ফিল্টারিংয়ের ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ করে পরবর্তীতে বিশুদ্ধ করে পান, স্বাস্থ্য সচেতন করার লক্ষ্যে দেয়াল প্রদর্শনী এবং স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের লক্ষ্যে ‘নগরায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় বিদ্যালয়সমূহে Advanced WASH situations শীর্ষক প্রকল্প চালু করা হয়েছে রাজধানীর মহাখালীর ওয়ারলেস গেটস্থ টিএন্ডটি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে।

এইচএসবিসি ব্যাংকের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশের (ডাব্লিউএবি) বাস্তবায়নে এবং সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতায় এ প্রকল্পটি চালু হয়েছে। বিদ্যালয়ের প্রায় দুই হাজার ছাত্রী ও শিক্ষক-কমকর্তা-কর্মচারী এ প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন।

বিশ্ব পানি দিবস-২০১৭ উপলক্ষে বুধবার (২২ মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। গত বছরের এপ্রিল মাসে এ প্রকল্পটির কাজ শুরু হয়েছিল।

এ প্রসঙ্গে সাজেদা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহিদা ফিজা কবির বলেছেন, ‘এই প্রকল্পের আওতায় বিদ্যায়লটির প্রায় দুই হাজার শিক্ষক-শিক্ষার্থী-কমকর্তা-কর্মচারী স্যানিটেশন সুবিধা, বিশুদ্ধ খাবার পানিসহ বেশকিছু সুযোগ-সুবিধা পাবেন। এ ধরনের প্রকল্প ইতোমধ্যে রাজধানীর আরও একটি শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে আগামীতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এই প্রকল্প হাতে নেওয়া হবে।’

এইচএসবিসি বাংলাদেশের সিইও ফ্রান্সোস ডি মারিকোর্ট বলেছেন, ‘এই উদ্যোগ নিঃসন্দেহে প্রসংশনীয়। এতে করে একদিকে ছাত্রীরা নিরাপদ ও বিশুদ্ধ খাবার পানি পান করতে পারবে। অন্যদিকে, স্বাস্থ্য সচেতন হয়ে উঠবে। এইচএসবিসি ব্যাংক বাংলাদেশ এই প্রকল্পে অংশগ্রহণ করতে পেরে গর্বিত।’

ওয়াটার এইড বাংলাদেশের ফান্ড রাইজিং এবং লার্নিং ডাইরেক্টর ইমরুল কায়েস মনিরুজ্জামান বলেছেন, ‘বৃষ্টির পানির অপচয়রোধ এবং নিরাপদ পানি পান করার লক্ষ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যাতে করে বিদ্যালয়টির সংশ্লিষ্টরা এ প্রকল্প থেকে সুবিধা নেওয়ার পাশাপাশি অন্যদেরও কাছে এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।।’

প্রকল্প হস্তান্তর অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা ফেরদাউস খান বলেছেন, ‘এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য এইচএসবিসি ব্যাংক, ওয়াটারএইড বাংলাদেশ এবং সাজেদা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের প্রকল্প খুবই প্রয়োজন আমাদের। এতে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি বিদ্যালয়ের সবাই নিরাপদ খাবার পানি পান করতে পারবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গুলশান থানার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওমিদুর রহমান এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য আইয়ুব আলী সরকার।

(দ্য রিপোর্ট/জেডটি/এনআই/মার্চ ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর