thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

লন্ডনে হামলার নিন্দা জানিয়ে খালেদার বিবৃতি

সন্ত্রাসীরা মানবজাতির অগ্রগতির চাকা রুদ্ধ করতে চায়

২০১৭ মার্চ ২৩ ১০:৫৪:৩৬
সন্ত্রাসীরা মানবজাতির অগ্রগতির চাকা রুদ্ধ করতে চায়

দ্য রিপোর্ট প্রতিবেদক : লন্ডনের পার্লামেন্ট ভবনের বাইরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘সন্ত্রাসীরা আজ আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলেছে। পৃথিবীর নানা দেশে আজ সন্ত্রাসীরা দুর্বিনীত পন্থায় বিকল্প রাজত্ব কায়েম করেছে। তাদের বেপরোয়া মরণখেলায় যেভাবে সাধারণ মানুষের রক্ত ঝরছে তা মর্মস্পর্শী এবং অবিশ্বাস্য।’

তিনি বলেন, ‘এখন বিশ্বব্যাপী সন্ত্রাসীদের দ্বারা সাধারণ মানুষের জীবন কেড়ে নেওয়ার উন্মাদনায় মানুষ সংশয়-ভয়জড়িত আর্তনাদ করছে। এই সন্ত্রাসীরা সতত সচল সমাজের বুকে চেপে বসা হিংস্র দানব। মানুষকে হত্যা ও জখম করা তারা উৎসব বলে মনে করে। এরা মানবজাতির অগ্রগতির চাকাকে রুদ্ধ করে দিতে চায়।’

বুধবার (২২ মার্চ) যুক্তরাজ্যের লন্ডনে অধিবেশন চলার সময় পার্লামেন্ট ভবনের বাইরে সন্ত্রাসী হামলার ঘটনায় বৃহস্পতিবার (২৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন এসব কথা বলেন।

বুধবার যুক্তরাজ্যের লন্ডনে অধিবেশন চলার সময় পার্লামেন্ট ভবনের বাইরে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি ও ছুরি দিয়ে নিরীহ মানুষের ওপর হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটেছে। এর কিছুক্ষণ পূর্বে পার্লামেন্টের অদূরে ওয়েস্ট মিনিস্টার ব্রিজের কাছে একটি গাড়ি পাঁচজনকে চাপা দেয়। এতে চিকিৎসাধীন অবস্থায় একজন নারীর মৃত্যু হয়েছে। এই প্রাণবিনাশী সহিংস রক্তাক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপিপ্রধান।

খালেদা জিয়া বলেন, ‘সন্ত্রাসীরা রাষ্ট্র ও সমাজে মানুষের স্বাভাবিক জীবন প্রবাহ রুদ্ধ করে দিতে উঠে পড়ে লেগেছে। একের পর এক বিশ্বব্যাপী বিভিন্ন দেশে তাদের রক্তমাখা কর্মকাণ্ড সমাজজীবনকে আতঙ্কিত করে তুলেছ।’

তিনি আরও বলেন, ‘এদের উপর্যুপরি নানা পৈশাচিক কায়দায় মানুষ হত্যার যে বীভৎসতা বিশ্ববাসী অবলোকন করছে তাতে মানবসমাজে অনিবার্য বিপন্নতা, ভীতি ও গতিহীনতার অচলায়তন সৃষ্টি হচ্ছে। এই সন্ত্রাসীরা মানবজাতির শত্রু। এরা মানবসভ্যতার সব কীর্তিচিহ্ন ধুলায় নিশ্চিহ্ন করে দিয়ে আদিম বর্বরতার দিকে পৃথিবীকে নিয়ে যেতে চাচ্ছে। এরা মধ্যযুগের বর্বর হিংস্রতার অনাবৃত কুৎসিত রূপ। এদের দমন করতে এই মুহূর্তে বিশ্বব্যাপী কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে, নইলে মানবসম্প্রদায় এক দিশাহীন গাঢ় অন্ধকারের মধ্যে নিপতিত হবে।’


‘যুক্তরাজ্যের লন্ডনে সংঘটিত সন্ত্রাসী ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও নারীসহ নিরীহ মানুষ যারা নিহত ও আহত হয়েছেন তাতে বেদনার্ত যুক্তরাজ্যবাসীর মতো আমিও সমব্যথী। ধৈর্য ও সাহসিকতার সাথে এই সন্ত্রাসী ঘটনা মোকাবিলা ও অপরাধীদের শাস্তি বিধানে যুক্তরাজ্য সরকার সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। আমি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যুক্তরাজ্যবাসীর এই সংকটকালে তাদের পাশে থাকব। আমি নিহতদের আত্মার শান্তি ও আহতদের আশু সুস্থতা কামনা করছি’ বিবৃতিতে উল্লেখ করেন খালেদা।

অপর এক বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ত্রাসী ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি সন্ত্রাসীদের গুলিতে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।


(দ্য রিপোর্ট/এমএইচ/এম/এমকে/এনআই/মার্চ ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর