thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

দিনাজপুরে আগুনে পুড়ে গেছে ৬৭ বসতঘর

২০১৭ মার্চ ২৩ ১১:২৫:০৩
দিনাজপুরে আগুনে পুড়ে গেছে ৬৭ বসতঘর

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২৪টি পরিবারের ৬৭টির বেশি ঘর। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

বুধবার দিবাগত রাত ৩টার উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা শাহ্ জানান, মৃত আলী হোসেনের স্ত্রী ফরিদা খাতুনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে। এতে ২৪টি পরিবারের ৬৭টির অধিক ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে নীলফামারী জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় ইয়াছিন আলী নামে একজনের নগদ ১৩ হাজার টাকা পুড়ে গেছে বলে তিনি জানান।

খানসামার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেবুর রহমান সকালেরৎ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি জানান, রাত ৩টার দিকে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২টি করে কম্বল, ৩০ কেজি চাল, ১ বান করে ঢেউটিন ও ৩ হাজার টাকা সহযোগিতা প্রদান করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এম/এনআই/মার্চ ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর