thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

টিস্যু চুরি ঠেকাতে টয়লেটে ক্যামেরা

২০১৭ মার্চ ২৩ ১৩:১৬:৩২
টিস্যু চুরি ঠেকাতে টয়লেটে ক্যামেরা

দ্য রিপোর্ট ডেস্ক : টয়লেটে ক্যামেরা! শুনতেই ভয়ানক মনে হলেও চীনে এ ধরনের ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি বেশ হাস্যকর।

দ্য হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়, টয়লেট পেপার চুরি ঠেকাতেই এমনটি করতে হয়েছে কর্তৃপক্ষকে। এমন হারে চুরি হচ্ছে যে, বেজিংয়ের কর্তৃপক্ষের তা সমাল দিতে নাভিশ্বাস অবস্থা।

শহরের অন্যতম পর্যটনক্ষেত্র ‘টেম্পল অব হেভেন’-এর গণ-টয়লেটগুলোতে একটি হাই ডেফিনেশন ক্যামেরার সামনে নিজের মুখ দেখিয়ে টয়লেটেচ্ছুদের প্রবেশ করতে হবে— এমন নিয়ম চালু করা হয়েছে।

এই ক্যামেরাটি একটি জটিল ডিভাইস। এতে মুখ দেখালে একটি ভেন্ডিং মেশিন থেকে টয়লেট পেপার আপনি বেরিয়ে আসে। একই লোক যদি দু’বার মুখ দেখান। তাহলে স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিনটি কাজ করবে না।

বেজিংয়ের পাবলিক টয়লেটগুলিতে রাখা টয়লেট পেপারের রোল যে পরিমাণে চুরি হয়, তাতে পুরো বাজেটে টান পড়ছে, অনুমান করাই যায়। চিনের বিভিন্ন মিডিয়া সমীক্ষা করে জেনেছে, এই ‘টিস্যু-ডাকাত’-রা মূলত বয়স্ক নাগরিক। নতুন ব্যবস্থায় টয়লেট পেপার চোর ধরা পড়বেই বলে বিশ্বাস রাখছে নগর কর্তৃপক্ষ।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/মার্চ ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর