thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

২৫ মার্চ জন্মদিন উদযাপন করবেন না আসিফ

২০১৭ মার্চ ২৩ ১৫:১৬:৪৮
২৫ মার্চ জন্মদিন উদযাপন করবেন না আসিফ

দ্য রিপোর্ট প্রতিবেদক : নিজের জন্মদিন উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। ২৫ মার্চের ভয়াল কালো রাতের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের জন্মদিনের অনুষ্ঠান বিসর্জন দিলেন এ গায়ক। আর কোনদিন তিনি ২৫ মার্চ জন্মদিন উদযাপন করবেন না।

দেশ স্বাধীন হওয়ার পরের বছর অর্থাৎ ১৯৭২ সালের ২৫ মার্চ কুমিল্লায় জন্মগ্রহণ করেন আসিফ আকবর। গণহত্যা দিবসকে যথাযোগ্য সম্মান জানাতেই আসিফের এই সিদ্ধান্ত।

আসিফ বলেন, ‘বছর তিনেক আগে এক জন্মদিনের দুপুরে চ্যানেল আইয়ের ‘তারকাকথন’ অনুষ্ঠানে গিয়েছিলাম। সরাসরি সম্প্রচারিত সেই অনুষ্ঠানে হঠাৎ করেই গানের দল জলের গানের সদস্য রাহুল আনন্দ আসেন। অনুষ্ঠান শেষে তিনি ২৫ মার্চ নিয়ে বিশেষ কিছু পরিকল্পনার কথা শোনান। তখনই আমার মনের মধ্যে এই দিনটি নিয়ে অন্যরকম এক অনুভূঁতি কাজ করে।’

এ প্রসঙ্গে নিজের ফেসবুক পাতায় আসিফ লিখেন-

সম্প্রতি ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ সরকার। রাষ্ট্রীয় এই স্বীকৃতির প্রতি সম্মান জানিয়ে এই দিনে জন্মদিনের কোনো আয়োজন না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আসিফ। ভক্তদের অনুরোধ করেন, তারাও যেন এই দিনটিতে তার জন্মদিন উদযাপন থেকে বিরত থাকেন।

আসিফ বলেন, ‘গত ৪৪ বছরে নানাভাবে আমার জন্মদিন উদযাপিত হয়েছে। তবে তা কখনোই নিজ উদ্যোগে করিনি। এখন থেকে তো একেবারেই নয়।’

(দ্য রিপোর্ট/পিএস/মার্চ ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর