thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

সাতক্ষীরা সীমান্তে ১৩ শিশুসহ আটক ২৪

২০১৭ মার্চ ২৩ ১৮:২২:০৬
সাতক্ষীরা সীমান্তে ১৩ শিশুসহ আটক ২৪

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কুশখালি সীমান্তে বিনা পাসপোর্টে ভারত থেকে ফেরার পথে ১৩ শিশুসহ ২৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কুশখালি গ্রামে একটি জঙ্গলের মধ্যে থেকে বুধবার (২৩ মার্চ) গভীর রাতে তাদেরকে আটক করা হয়। তাদের মধ্যে ৪ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছেন।

আটকরা হলেন- মো. নাজির উদ্দিন, তার স্ত্রী সেতারা বেগম, জয়নাল আবেদিন, তার স্ত্রী নুরজাহান বেগম, আবদুল হোসেন, তার স্ত্রী ফাতেমা বেগমসহ তাদের সাথে থাকা আরও ১৩টি বিভিন্ন বয়সের শিশু।

বিজিবির কুশখালি বিওপি কমান্ডার নায়েক সুবেদার নাসিরউদ্দিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, তারা কিছুদিন আগে ভারতে কাজের জন্য গিয়েছিল। তাদের সবার বাড়ি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার লেবুছড়ি, ফুলতলি ও সালামিপাড়া গ্রামে। তাদের কাছে ভারতে যাতায়াতের জন্য কোনো বৈধ কাগজপত্র নেই।

তিনি আরও জানান, তাদেরকে আটক করে বিজিবির ৩৮ ব্যাটালিয়ন সদর দফতরে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে সাতক্ষীরা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/এনআই/মার্চ ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর