thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

মুক্তি পেলেন সোহেল

২০১৭ মার্চ ২৩ ২৩:৩৯:২৭
মুক্তি পেলেন সোহেল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল জামিনে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ৮টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

স্বেচ্ছাসেবক দলের নেতা আক্তারুজ্জামান বাচ্চু জানিয়েছেন, হাবিব উন নবী খান সোহেল জামিনে মুক্তি পাওয়ার সময় জেলগেটে তার ভাই রাশেদুন নবী বিপ্লব, স্ত্রীসহ বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গত ৬ মার্চ হাবিব উন নবী খান সোহেল জামিনে মুক্তি পেলেও তাকে জেলগেট থেকে ফের গ্রেফতার করে ডিবি পুলিশ।

এ ব্যাপারে তার স্ত্রী হাইকোর্টে রিট করলে হাইকোর্ট সোহেলকে জামিন দেন।

হাবিব উন নবী খান সোহেল ১৬০টি মামলায় জামিন পেয়েছেন। তিনি দীর্ঘ ৬ মাস কারাভোগ করেন।

এদিকে, কারাগার থেকে মুক্তি পেয়ে রাতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন হাবিব উন নবী সোহেল।

(দ্য রিপোর্ট/এমএইচ/জেডটি/মার্চ ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর