thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

কুসিকে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : ছাত্রলীগ সভাপতি

২০১৭ মার্চ ২৩ ২৩:৪৫:০৮
কুসিকে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : ছাত্রলীগ সভাপতি

দ্য রিপোর্ট প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ২৭টি ওয়ার্ডেই নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মনে করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।

তিনি বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনার অধীনে সবসময় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সুষ্ঠু নির্বাচন হওয়ায় জনগণ নৌকার পক্ষে রায় দিয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপ-নির্বাচনেও মানুষ ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করেছে। ইনশাল্লাহ ৩০ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের পাশাপাশি সুনামগঞ্জ উপ-নির্বাচনেও নৌকার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করবে।’

বৃহস্পতিবার ( ২৩ মার্চ) সকাল থেকে কুমিল্লার বিভিন্ন ওয়ার্ডে নৌকার পক্ষে বিরতিহীন প্রচারণা চালান ছাত্রলীগ সভাপতি। এ সময় ভোটারদের ঘরে ঘরে গিয়ে নৌকায় ভোট প্রার্থণা করেন তিনি। প্রচারণাকালে তিনি অংশ নেন বিভিন্ন উঠান বৈঠকেও।

সকালে ৫ নম্বর ওয়ার্ড থেকে প্রচারণা শুরু করে ২৭ নম্বর ওয়ার্ডের সোয়ারা মাটিয়ারা, ৭ নম্বর ওয়ার্ডের চৌমহনী গোবিন্দপুর, ৯ নম্বর ওয়ার্ড, কুমিল্লা জিলা স্কুলসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান ছাত্রলীগ সভাপতি।

এ সময় তিনি বলেছেন, ‘আমরা যেখানেই যাচ্ছি, সেখানেই নৌকার পক্ষে গণজোয়ার দেখছি। কুমিল্লায় নৌকার প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ক্লিন ইমেজের ব্যক্তি। ভোটারদের কাছেও তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের বিশ্বাস, দেশরত্ন শেখ হাসিনা সারা দেশে যে উন্নয়ন করছেন, ভোটাররা সেজন্যই নৌকাকে বিজয়ী করবেন।’

কুসিক নির্বাটন সামনে রেখে সোহাগ ছাড়াও বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন-ছাত্রলীগের সহসভাপতি এরশাদুর রহমান চৌধুরী, মেহেদী হাসান রনি, অহিদুর রহমান জয়, জাহাঙ্গীর আলম, রিফাত জামান, আদিত্য নন্দী, মাহমুদুর রহমান জনি, সাইদুর রহমান সাইদ, শাহাদাত হোসেন রাজন, কাজী আব্দুস সাত্তার মাহবুব, আসাদুজ্জামান আসাদ, কামরুজ্জামান সালাম, সাবিনা আক্তার শিউলী, নুরুল করিম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দ্র শেখর মন্ডল, দিদার মো. নিজামুল ইসলাম, শেখ ফয়সল আমিন, শাহিদুল ইসলাম শাহেদ, সাংগঠনিক সম্পাদক আশিকুল পাঠান সেতু, বিএম এহতেশাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম শামীম, উপ-দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, উপ-স্কুল সম্পাদক সৈয়দ আরাফাত, সহ-সম্পাদক আজমীর শেখ, ঢাকা মহানর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়র অপি, সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, উত্তরের সাংগঠনিক সম্পাদক আবু কাউসার অনিক, সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকির প্রমূখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/জেডটি/মার্চ ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর