thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

নিউইয়র্কে সর্বোচ্চ ভবনের নকশা প্রকাশ!

২০১৭ মার্চ ২৪ ০০:২৯:২১
নিউইয়র্কে সর্বোচ্চ ভবনের নকশা প্রকাশ!

দ্য রিপোর্ট ডেস্ক : ইউ আকৃতির পৃথিবীর সর্বোচ্চ ভবনের নকশার প্রকাশ করেছে ওয়িও স্টুডিও। ধারণা করা হচ্ছে প্রকল্পটি বাস্তবায়ন হরে এটিই হবে সবচেয়ে উঁচু কোনো স্থাপনা। স্থাপনাটির নাম রাখা হয়েছে ‘দ্য বিগ বেন্ড’।

নিউইয়র্ক শহরে হবে দ্য বিগ বেন্ড। ভবনটির উচ্চতা হবে আনুমানিক ৪ হাজার ফুট।

ওয়িও স্টুডিও কর্তৃপক্ষ জানিয়েছে, ‘যদি আমরা এই স্থাপনাটি বাস্তবায়ন করতে পারি, তবে সেটি হবে পৃথিবীতে সবচেয়ে উঁচু ভবন। সেই সাথে ম্যানহটান শহরের সবচেয়ে সম্মানিত স্থাপনাও হবে এটি।’

বর্তমানে পৃথিবীতে সবচেয়ে উঁচু ভবনটি দুবাইয়ের বুর্জ খলিফা নামে পরিচিত। সেটি ২৭২২ ফুট উঁচু। সে হিসেবে বিগ বেন্ডের নাগাল পেতে পরবর্তীতে অনেকটা বেগ পেতেই হবে।

ভবনটি হবে সরু মিনারের মতো। যা দূর থেকে দেখলে মনে হবে ইউকে উল্টো করে কে যেন বসিয়ে দিয়েছে।

চার হাজার ফুট লম্বা ভবনটি তৈরিতে ব্যবহৃত কাঁচ সকল কাঁচের স্থাপনাকে পিছনে ফেলবে।

(দ্য রিপোর্ট/এফএস/এআরই/মার্চ ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর