thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

যেভাবে যত্ন নিবেন মুক্তোর গয়নার

২০১৭ মার্চ ২৪ ০১:০১:১৯
যেভাবে যত্ন নিবেন মুক্তোর গয়নার

দ্য রিপোর্ট ডেস্ক : মুক্তোর গয়না ভালোবাসেন না এমন নারী হয়তো খুঁজে পাওয়া যাবে না। কমবেশি প্রায় প্রত্যেকের গয়নার বাক্সে জায়গা করে নেয় দু’একটা পার্ল সেট বা মুক্তোর গয়না।

কিন্তু গয়না পরলেই তো আর হয় না। দরকার সঠিক যত্নেরও। সেখানেই অনেকে ভুল করে থাকেন।

কীভাবে মুক্তোর গয়নার যত্ন নিতে হবে, রইল তারই কিছু টিপস—

মেকআপ শেষ করে গয়না পরুন

মেকআপ করার আগে বা ডিওডোরেন্ট লাগানোর আগে কখনই মুক্তের গয়না পরবেন না। তবে কথাটি সব ধরনের গয়নার ক্ষেত্রেই প্রযোজ্য। মেকআপ, ডিওডোরেন্ট বা পারফিউমের মধ্যে থাকা কেমিক্যাল গয়নার ক্ষতি করতে পারে। সুতরাং, মেকআপ সেরে তবেই গয়না পরুন।

গোসলের আগে খুলে রাখুন

মুক্তোর কোনও সেট যদি প্রতিদিন পরেন, তা হলে অবশ্যই গোসলের আগে সেটি খুলে রাখুন। কারণ অতিরিক্ত পানিতে ভিজে মুক্তো নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়াও গোসলের সাবান, শ্যাম্পু ক্ষতিকারক প্রভাব ফেলে মুক্তোর উপর।

গয়না পরে স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার না

মুক্তোর গয়না পরে কখনই স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করবেন না। ময়েশ্চারাইজার, বডি লোশন এবং এ জাতীয় অন্যান্য প্রোডাক্টের মধ্যে থাকা কেমিক্যাল, মুক্তোর নিজস্ব রং বদলে দিতে পারে। হলদেটে রং দেখা দিতে পারে মুক্তোর গয়নায়।

গয়না পরিষ্কারের সময় নরম কাপড় ব্যবহার করুন

মুক্তোর গয়না পরিষ্কার করার সময়, হালকা সিল্ক জাতীয় মোলায়েম কাপড় ব্যবহার করুন। মোটা ও খসখসে কাপড় মুক্তোর গায়ে আঁচড় ফেলতে পারে।

আলতোভাবে পরিষ্কার করুন

মুক্তোর গয়না খুব আলতোভাবে পরিষ্কার করুন। বেশি ঘষাঘষি করলে মুক্তো নষ্ট হয়ে যেতে পারে।

পানিতে পরিষ্কার করতে পারেন

মুক্তোর গয়নায় বেশি নোংরা জমলে, পানি দিয়ে পরিষ্কার করতে পারেন। তবে বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন না। ভেজা কাপড় দিয়ে মুক্তোর গয়না পরিষ্কার করবেন না।

ভেজা অবস্থায় গয়না বক্সে রাখবেন না

মুক্তোর গয়না ধুয়ে, আগে ভালো করে মুছে নিন। তারপর বাক্সে তুলে রাখুন। ভেজা অবস্থায় রেখে দিলে মুক্তোর উজ্জ্বলতা হারিয়ে যাবে।

ছোটো বাক্সে গয়না ঠেসেঠুসে রাখবেন না

ছোটো বাক্সে মুক্তোর গয়না কখনও ঠেসেঠুসে রাখবেন না। যথেষ্ট জায়গা গয়না গুছিয়ে রাখুন।

আলাদা রাখুন

মুক্তোর গয়না অন্যান্য গয়নার থেকে আলাদা রাখুন। তাতে দীর্ঘদিন পর্যন্ত মুক্তোর উজ্জ্বলতা বজায় থাকবে।

(দ্য রিপোর্ট/এফএস/মার্চ ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর