thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

কাওরান বাজারে রাফাস টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

২০১৭ মার্চ ২৪ ১৯:৪৪:৪৫
কাওরান বাজারে রাফাস টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কাওরান বাজারে টিসিবি ভবন সংলগ্ন রাফাস টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন। তবে আগুন লাগার কারণ কিংবা এতে ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।

এনায়েত হোসেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শুক্রবার (২৪ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে কাওরান বাজারের টিসিবি ভবনের পাশের রাফাস টাওয়ারে আগুন লাগার খবর জানতে পারেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ওই ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। প্রায় একঘন্টার চেষ্টায় বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।

এদিকে, তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, ফায়ার সার্ভিসের তৎপরতায় টিসিবি ভবনের উল্টো দিকে রাফাস টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ওই ভবনের দ্বিতীয় তলায় পারটেক্স গ্রুপের গোডাউনের মালামাল ভস্মীভূত হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লাখ টাকা হতে পারে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জেডটি/মার্চ ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর