thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

পুলিশ নজরদারি থেকে পালিয়েছে ‘ছিনতাইকারী’

২০১৭ মার্চ ২৪ ২১:৩৪:১৫
পুলিশ নজরদারি থেকে পালিয়েছে ‘ছিনতাইকারী’

বগুড়া প্রতিনিধি : বগুড়া কলেজ হাসপাতাল থেকে পুলিশের নজরদারিতে থাকা সন্দেহভাজন ছিনতাইকারী পালিয়েছে। শুক্রবার এ ঘটনা ঘটে। পলাতক সন্দেহভাজনের নাম বিপ্লব। সে ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ধরা পরে পিটুনিতে আহত হয়েছিল।

জানা যায়, বিপ্লব নামে এক ব্যক্তি ১৮ মার্চ রাতে শহরের মালতিনগর এলাকায় ছিনতাই করতে গিয়ে ধরা পড়ে। এ সময় উপস্থিত লোকজনের পিটুনিতে সে আহত হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে তার বিরুদ্ধে এর আগেও মামলা ছিল। তাই পুলিশ নজরদারীতে চিকিৎসাধীন ছিল সে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেনও সন্দেহভাজন ছিনতাইকারীর পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন।

তবে তিনি বলেন, ওই ব্যক্তি গ্রেফতার ছিলো না, পুলিশের নজরদারিতে হাসপাতালে চিকিৎসাধীন ছিলো।

(দ্য রিপোর্ট/কেআই/মার্চ ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর